Artistic Siblings: শৈশবের মাধুরী মিশেছে সৃষ্টিশীলতায়, ফেলে দেওয়া নারকেলের খোলা কাজে লাগিয়ে বাজিমাত খুদে ভাইবোনের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Artistic Siblings: স্মার্ট ফোন না ধরে রং তুলি তুলে নিয়েছে এই ভাই-বোন। তৈরি করেছে একের পর এক চমকপ্রদ হাতের কাজ।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: উল্টোরথকে কেন্দ্র করে বাঁকুড়ার দুই ভাই বোনের কাণ্ড দেখুন। নারকেলের খোলার উপরে জায়গা করে নিলেন জগন্নাথদেব। আবার জায়গা করে নিল বাচ্চাদের জনপ্রিয় কার্টুন ‘ছোটা ভীম’-এর চরিত্র চুটকি। নারকেলের খোলার উপরে জগন্নাথদেব বানালেন তারা। বাঁকুড়া জেলা স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ঋক গড়াই এবং তার দিদি রিকু গড়াই বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী। গড়াই ভাইবোনের বাবা মা দুজনেই চাকরিজীবী! ছোট থেকেই বাড়িতে একা থাকার সময় হাতের কাজ করে থাকে এই দু’জনে। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে রঙিন ছবি কিংবা নারকেল দিয়ে জগন্নাথদেব, সবই একসঙ্গে করে থাকে দুই খুদে।
পঞ্চম শ্রেণীর ছাত্র ঋক গড়াই বানিয়েছে একটি জাহাজ। যে জাহাজ দেখতে হুবহু পাল তোলা পুরানো দিনের যুদ্ধ জাহাজের মতো। ঋক বলেছে স্কুলের আঁকার শিক্ষক প্লেন, জাহাজ সম্পর্কে ভাল করে বোঝানোর পরেই তার নিজের মত করে জাহাজ তৈরি করার ইচ্ছা হয়। তার এই জাহাজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ছাত্রদের হাতের কাজের প্রতি উৎসাহ দিতে একটি মিউজিয়াম করার কথাও উঠেছে ইতিমধ্যে। এই বিষয়ে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন, বিশিষ্ট চিত্রশিল্পী এবং বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক মহাদেব মুখোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন : মাটির নীচে ঘুমিয়ে কয়েকশো বছরের অতীত, ইতিহাসের টানে আসুন ঘরের কাছেই এই ঐতিহাসিক কেন্দ্রে
সমাজ পাল্টেছে। যুগ বদলে যাচ্ছে। বড় বড় শহর গুলিতে রং তুলি ছেড়ে হাতে স্মার্টফোন ধরেছে স্কুলপড়ুয়ারা। কিন্তু বাঁকুড়ায় অন্য ছবি। এখনও যে বাবা মা বাড়িতে না থাকলে আঁকার খাতা নিয়ে বসে ছাত্র-ছাত্রীরা, তাদের এই জ্বলন্ত উদাহরণ হল ঋক ও রিকু। উল্টোরথের দিন নারকেলে তারা ফুটিয়েছে জগন্নাথ দেবকে। শৈশবের মাধুরী মিশিয়েছে সৃষ্টিশীলতায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2024 9:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Artistic Siblings: শৈশবের মাধুরী মিশেছে সৃষ্টিশীলতায়, ফেলে দেওয়া নারকেলের খোলা কাজে লাগিয়ে বাজিমাত খুদে ভাইবোনের