Artificial Intelligence: যুগের সঙ্গে তাল‌ মিলিয়ে এগোচ্ছে প্রযুক্তি, গার্ডেনরিচে এবার জাহাজ রঙ করবে রোবট, ব্যবহার হবে এআই

Last Updated:

Artificial Intelligence: ইতিমধ্যে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের সঙ্গে মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে জাহাজের নকশার আরও উন্নতি হবে‌।

গার্ডেনরিচে এবার জাহাজে রঙ করবে রোবট
গার্ডেনরিচে এবার জাহাজে রঙ করবে রোবট
গার্ডেনরিচ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: যুগ পরিবর্তনের সঙ্গে তাল‌ মিলিয়ে গার্ডেনরিচে এবার জাহাজে রঙ করবে রোবট। ব্যবহার করা হবে এআই প্রযুক্তি। যার ফলে প্রযুক্তিগত সুবিধা পাবে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড।
জানা গিয়েছে ইতিমধ্যে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি হয়েছে। কাজের গুণগত মানের নিরিখে মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেড একেবারে প্রথম সারির সংস্থা।
আরও পড়ুনঃ পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে সর্বস্ব ব্যয়! শেষ বয়সে কুঁড়ে ঘরে ঠাঁই, সময়ের স্রোতে অনেকেই ভুলতে বসেছেন ‘মাস্টারমশাই’কে
এই চুক্তির ফলে জাহাজের নকশার আরও উন্নতি হবে‌। এই সংস্থার মাধ্যমে নৌবাহিনীর জাহাজগুলির নকশা-সহ একাধিক ক্ষেত্রে আরও উন্নতি হবে। সব থেকে বড় কথা যুগ পরিবর্তনের সঙ্গে তাল‌ মিলিয়ে জাহাজ নির্মাণে নতুন সংস্থাগুলি কাজে লাগাবে এআই প্রযুক্তিকে। জাহাজের বহিরাংশে রঙ করবে রোবট। এর ফলে নিখুঁত এবং দ্রুত কাজ হবে বন্দরে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাস্টমার কেয়ার সেন্টারের আড়ালে দুষ্কৃতী কর্ম! দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ হানা দিতেই ধরা পড়ল খোদ মালিক
এই কাজের সময় জাহাজগুলির নিরাপত্তার দিকটিতেও বিশেষ নজর দেওয়া হবে। এই চুক্তির ফলে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের যে আরও উন্নতি হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
“আত্মনির্ভর ভারতে” গড়ার যে স্বপ্ন দেখাচ্ছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স তা দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদেশের দিকে না তাকিয়ে জাহাজ নির্মাণ প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতেই GAINS ২০২৪ শুরু করেছিল গার্ডেনরিচ। মূল উদ্দেশ্য হল, গোটা দেশের একাধিক ছোট এবং নতুন সংস্থাকে জাহাজ নির্মাণে উৎসাহ দেওয়া। এই কাজের ফলে সেগুলি আরও ত্বরান্বিত হবে। এই কাজ শুরু হলে গার্ডেনরিচের চেনা ছবি অনেকটাই বদলে যাবে। কাজ হবে আরও সুন্দর ও নিখুঁত। সময় বাঁচবে অনেকটাই‌।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Artificial Intelligence: যুগের সঙ্গে তাল‌ মিলিয়ে এগোচ্ছে প্রযুক্তি, গার্ডেনরিচে এবার জাহাজ রঙ করবে রোবট, ব্যবহার হবে এআই
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement