TMC | Nandigram: বিরাট খবর! ৪ 'প্রভাবশালী' তৃণমূল নেতার নামে জারি গ্রেফতারি পরোয়ানা, তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- Written by:Sujit Bhoumik
Last Updated:
TMC | Nandigram: সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে হলদিয়া আদালতে। ২মে ২০২১ সালে দেবব্রত মাইতি খুনের মামলায় এই মামলা রুজু হয়।
#নন্দীগ্রাম: নন্দীগ্রামের চার তৃণমূল তৃণমূল নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি! ভোট পরবর্তী হিংসা মামলায় শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ খুশনবি এবং শেখ আমানুল্লার নামে গ্রেফতারি পরোয়ানা জারি।
সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে হলদিয়া আদালতে। ২মে ২০২১ সালে দেবব্রত মাইতি খুনের মামলায় এই মামলা রুজু হয়। নন্দীগ্রামের চিল্লগ্রামে খুন হন দেবব্রত মাইতি। সোমবার হলদিয়া আদালতে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল। শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ খুসনবি, আমানুল্লাহ, সেখ সৈয়ম কাজি, সেখ সামসুদ্দোহাদের নামে চার্জশিট দিয়েছে সিবিআই।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহেরকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। কিন্তু আবু তাহের-সহ বাকি দুই তৃণমূল নেতা গ্রেফতারির আশঙ্কা থেকেই CBI দফতরে যেতে চাইছেন না বলে জল্পনা ছড়িয়েছিল। নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত সেই শেখ আবু তাহেরের বাড়িতে গিয়ে দেখা করেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস দায়িত্বে থাকা নেতা কুণাল ঘোষ।
advertisement
সূত্রের খবর, ভোট-পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করলেও শেখ আবু তাহের ও অন্য দুই তৃণমূল নেতা হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন গ্রেফতারির আশঙ্কাতেই। কারণ এর আগে এলাকার যে সমস্ত নেতা CBI-এর জেরায় গিয়েছেন, তাঁদের প্রত্যেকেই গ্রেফতার হয়েছেন। তাঁরা এখন জেল হেফাজতে রয়েছেন। কার্যত তাই গ্রেফতারি এড়াতেই আবু তাহের-সহ অন্যান্য তৃণমূল নেতারা CBI-এর ডাকে যাচ্ছেন না বলে সূত্রের খবর। এরই মধ্যে গ্রেফতারি জারি হল চার তৃণমূল নেতার বিরুদ্ধে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 8:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC | Nandigram: বিরাট খবর! ৪ 'প্রভাবশালী' তৃণমূল নেতার নামে জারি গ্রেফতারি পরোয়ানা, তোলপাড় বাংলা