Arijit Singh: জিয়াগঞ্জে শুরু বিশেষ ওয়ার্কশপ! অরিজিৎ-কে পাশে নিয়ে আবেগে ভাসলেন খোদ রাজ্যপাল
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
এদিনের ওয়ার্কশপের মাধ্যমে নতুন প্রজন্মকে সঙ্গীত ও থিয়েটারের প্রতি আকৃষ্ট করা এবং তাঁদের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। মূলত গায়ক অরিজিৎ সিংয়ের উদ্যোগে এই প্রয়াস গ্রহণ করা হয়।
মুর্শিদাবাদ: তিনি গায়ক অরিজিৎ সিং। জিয়াগঞ্জের জন্য কাজ করবেন বলেই আগেই ঘোষণা করেছিলেন। নিজস্ব সংস্থা তত্বমাসী ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত হল এক কর্মযজ্ঞ জিয়াগঞ্জ শহরে। অরিজিৎ সিং জিয়াগঞ্জের মহাবীর জৈন মিউনিসিপ্যাল কালচারাল হলে তত্বমাসী ফাউন্ডেশনের উদ্যাগে মিউজিক অ্যান্ড থিয়েটার ওয়ার্কশপ শুরু করা হয়। যাকে ঘিরে দেখা গেল ব্যাপক উন্মাদনা। উপস্থিত থাকলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ওয়ার্কশপের উদ্বোধন করে তিনি আবেগে ভাসলেন। রাজ্যপাল জানালেন, গায়ক অরিজিৎ সিং শুধু এই রাজ্যের দেশের না গোটা পৃথিবীর মধ্যে তাঁর অনুগামী ভক্তরা রয়েছেন। যার মধ্যে তিনিও আছেন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এদিনের ওয়ার্কশপের মাধ্যমে নতুন প্রজন্মকে সঙ্গীত ও থিয়েটারের প্রতি আকৃষ্ট করা এবং তাঁদের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। মূলত গায়ক অরিজিৎ সিংয়ের উদ্যোগে এই প্রয়াস গ্রহণ করা হয়।
advertisement
মঙ্গলবার সকালে ট্রেন সফরে একদিনের জন্য নবাবের জেলা মুর্শিদাবাদে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মূলত অরিজিৎ সিংয়ের মিউজিক অ্যান্ড থিয়েটার ওয়ার্কশপে যোগদান ছিল মুল উদ্দেশ্য।
রাজ্যপালের সঙ্গে পাশে ছিলেন সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা মাথায় সাদা টুপি পরে মঞ্চে উপস্থিত থাকলেন খোদ গায়ক অরিজিৎ সিং নিজেই। জিয়াগঞ্জ সহ গোটা জেলার প্রায় ৫০০ জন অংশ গ্রহণ করেছিলেন। তবে গায়ক অরিজিৎ সিংয়ের উদ্যোগে মিউজিক অ্যান্ড থিয়েটার ওয়ার্কশপে অংশ গ্রহণ করতে পেরে খুশি প্রকাশ করেন জেলার শিল্পীরাও । দেশের বিভিন্ন নামকরা তবলা বাদকরা প্রশিক্ষণ দেবেন বলেই জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
November 25, 2025 5:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arijit Singh: জিয়াগঞ্জে শুরু বিশেষ ওয়ার্কশপ! অরিজিৎ-কে পাশে নিয়ে আবেগে ভাসলেন খোদ রাজ্যপাল
