Anubrata Mondal Mamata Banerjee meet: আজ জেলমুক্তি অনুব্রতর, মঙ্গলবারই মমতার সঙ্গে সাক্ষাৎ? বোলপুরে প্রস্তুতি তুঙ্গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২২ সালের অগাস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই৷ পরে তাঁকে গ্রেফতার করে ইডি-ও৷
কলকাতা: শুক্রবার জামনি পেয়েছিলেন৷ শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার পর আজ তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল৷ সূত্রের খবর, আগামিকালই কলকাতা হয়ে বোলপুরে নিজের বাড়িতে পৌঁছতে পারেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ সেক্ষেত্রে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর৷
আজই দু দিনের জেলা সফরে পূর্ব বর্ধমান এবং বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ রাতে দুর্গাপুরে থেকে মঙ্গলবার বীরভূমে পৌঁছনোর কথা তাঁর৷ ফলে দীর্ঘ দু বছর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর সাক্ষাতের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
advertisement
advertisement
গত শুক্রবার ইডির দায়ের করা গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত৷ শনিবার বেল বন্ডের টাকা জমা দেওয়া সহ বাকি নথি জমা দেওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন অনুব্রতর আইনজীবীরা৷ রবিবার ছুটির দিন হওয়ায় আজ জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল৷
কিছুদিন আগেই এই একই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল৷ কিন্তু জামিন পেলেও বীরভূমে ফেরেননি তিনি৷ দিল্লিতেই ছিলেন সুকন্যা৷ সোমবার জেল থেকে ছাড়া পেয়ে মেয়েকে নিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা অনুব্রতর৷ অনুব্রত এবং সুকন্যাকে স্বাগত জানাতে বোলপুরেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 9:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Mamata Banerjee meet: আজ জেলমুক্তি অনুব্রতর, মঙ্গলবারই মমতার সঙ্গে সাক্ষাৎ? বোলপুরে প্রস্তুতি তুঙ্গে