Anubrata Mondal bail: ভাষা সমস্যায় জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশে সামনে এল অবাক করা কারণ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় জামিন দিয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে৷ আজ আদালতের লিখিত নির্দেশ অনুব্রত মণ্ডলের আইনজীবীদের হাতে এসেছে৷
নয়াদিল্লি: প্রমাণের অভাব, সওয়াল যুক্তির মারপ্যাঁচও নয়৷ অনুব্রত মণ্ডলের জামিনের মূল কারণ হিসেবে উঠে আসছে ভাষা সমস্যা! শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় জামিন দিয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে৷ আজ আদালতের লিখিত নির্দেশ অনুব্রত মণ্ডলের আইনজীবীদের হাতে এসেছে৷ সেই নির্দেশিকাতেই ভাষা সমস্যার কথা উল্লেখ করেছেন বিচারক৷ আর এখানেই ইডি-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে৷
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ২০২২ সালের অগাস্ট মাসে প্রথম গ্রেফতার করে সিবিআই৷ এর পর তৃণমূল নেতাকে একই মামলায় হেফাজতে নিয়েছিল ইডি৷ সিবিআই মামলায় আগেই জামিন পেয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ শুক্রবার ইডি-র দায়ের করা মামলাতেও অনুব্রতর জামিন মঞ্জুর করে আদালত৷
কিন্তু কোন ভিত্তিতে জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, গরু পাচার মামলার সাক্ষীরা ইডি-র কাছে বাংলায় বয়ান দিয়েছিলেন৷ কিন্তু দীর্ঘদিন সময় পেয়েও ইডি নাকি সাক্ষীদের সেই বয়ান বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারেনি৷ ইংরেজিতে নথি না থাকায় বিচারও শুরু করা যায়নি৷
advertisement
advertisement
এমন কি, এই অনুবাদ করার জন্য আদালতের থেকে সময় চেয়েছিলেন ইডি-র হয়ে সওয়াল করা বিশেষ সরকারি কৌঁসুলি৷ তার পরেও সাক্ষীদের বয়ানের ইংরেজি তর্জমা করে উঠতে পারেনি ইডি৷
ইডি মামলায় এক বছর আগেও জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল৷ কিন্তু ২০২৩ সালের মে মাসের সেই জামিনের আবেদন খারিজ হয়। তার পরে গত এক বছরেও ইডি-র মামলায় বিচার শুরু হয়নি। বিচার শুরু হলেও তাতে লাগবে অনেক সময়। আর সেই কারণেই কার্যত জামিন মঞ্জুর হল অনুব্রত মণ্ডলের। আর এখানেই ইডি-র ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে৷ অনুব্রতকে জামিনের নির্দেশ দিতে গিয়ে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেরও উল্লেখ করেছেন বিচারক৷
advertisement
তবে জামিন পেলেও শনিবার তিহাড় জেল থেকে মুক্তি পাননি অনুব্রত মণ্ডল৷ তবে আদালতের নির্দেশ মতো তাঁর জামিনের জন্য এ দিন দশ লক্ষ টাকার বেল বন্ড সহ অন্যান্য নথি জমা দেন অনুব্রতর আইনজীবীরা৷ যদিও আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় এ দিন জেল থেকে মুক্তি পাননি তৃণমূল নেতা৷ আগামিকাল রবিবার হওয়ায় সোমবারই জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 9:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal bail: ভাষা সমস্যায় জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশে সামনে এল অবাক করা কারণ