Anubrata Mondal Health Update: 'অসুস্থ অনুব্রত' এখন কেমন আছেন? আসলে কী হয়েছে তাঁর? কেন হাজিরা দিতে দেরী? নিজে মুখেই বললেন সব সত্যি

Last Updated:

Anubrata Mondal Health Update: অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য ও শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি দেবব্রত ওরফে গগন সরকার অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেট জমা দেন থানায়।

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
বীরভূম: বীরভূমের রাজ্য রাজনীতিতে এখন একটাই নাম অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল নিয়ে তোলপাড় রাজ্য থেকে রাজনীতি। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালাগালি করেন অনুব্রত মণ্ডল! এই ধরনের অডিও ভাইরাল হয়েছে তবে আদতে তার সত্যতা এখনও প্রমাণ হয়নি। আর এই অডিও ভাইরাল হওয়ার পর দলের নির্দেশে তিনি ক্ষমা চান। তবে, ক্ষমা চাইলেও স্বস্তি পাননি। কারণ, পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিস দেওয়া হলেও শনি ও রবি দু’ দিনই তিনি হাজিরা এড়ান।
অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য ও শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি দেবব্রত ওরফে গগন সরকার অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেট জমা দেন থানায়। তাঁরা জানান, অনুব্রত অসুস্থ, তাঁকে ডাক্তার পাঁচদিন ‘বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের তরফে সূত্র মারফত জানা যায়, গত মাসে পর পর তিনদিন রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই তিন জায়গায় প্রচণ্ড গরমে জনসভা করার ফলে শরীরে প্রচন্ড ঘাম হয়েছে। সেই ঘামের ফলে ঠান্ডা লাগা, জ্বর, কাশি, সর্দি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তিনি। তিনি করোনা টেস্ট করাতে চাইছিলেন। তবে তিনি তা করিয়েছেন কিনা সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এই পাঁচটি ওরাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ! সাধারণ একটিও উপসর্গ শরীরে থাকলে সাবধান…! শরীরে বাসা বাঁধছে প্রাণঘাতী রোগ
অনুব্রত বলেন, “আপাতত আগের থেকে অনেকটাই সুস্থ আছি, ডাক্তারের পরামর্শে পাঁচদিন বিশ্রামে ছিলাম”। ডাক্তারের পরামর্শের পাঁচ দিন বিশ্রাম নেওয়ার পর অবশেষে বৃহস্পতিবার বিকেল ৩টে বেজে ২৫ মিনিট নাগাদ বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি। এরপরেই এসডিপিও অফিস থেকে বেরিয়ে তিনি বোলপুর পার্টি অফিসে আসেন। সেখানে সন্ধ্যা সাতটা ১৫ মিনিট পর্যন্ত ছিলেন। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা ছেঁকে ধরলে তিনি বলেন, “এখন কিছু বলব না। দু’দিন চালচলন দেখি। তারপরেই সব বলব।” তবে যেহেতু তিনি হাজিরা দিতে গিয়েছে, তাই অনেকের মতে তিনি এখন আগের থেকে সুস্থ।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Health Update: 'অসুস্থ অনুব্রত' এখন কেমন আছেন? আসলে কী হয়েছে তাঁর? কেন হাজিরা দিতে দেরী? নিজে মুখেই বললেন সব সত্যি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement