Anubrata Mondal: পঞ্চায়েত ভোট 'ব্যাপক' হবে, জেলে থেকেও দলের কর্মীদের বড় বার্তা দিলেন অনুব্রত

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে একটি রাজনৈতিক হিংসা মামলায় তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল বিধান নগর এমপি এমএ এ বিশেষ আদালতের বিচারক।

জেলে থাকলেও পঞ্চায়েত ভোট নিয়ে অনুব্রত বার্তা দিয়ে রাখলেন৷
জেলে থাকলেও পঞ্চায়েত ভোট নিয়ে অনুব্রত বার্তা দিয়ে রাখলেন৷
#আসানসোল: জেলে থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে ছক কষতে শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডল৷ এ দিন আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে আসার সময়ই পঞ্চায়েত ভোট নিয়ে কাজ করার বার্তা দিয়ে রাখলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ আসানসোল জেল থেকে বেরনোর সময় অনুব্রত বলেন, 'পঞ্চায়েত ভোট ব্যাপক হবে৷ কর্মীদের বলব তৃণমূলের হয়ে কাজ করতে৷'
এ দিন বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে তাঁর হাজিরা দেওয়ার কথা। সেই অনুযায়ী সকাল সাতটার আগেই অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের করা হয়। যদিও তাঁর শরীর যে খারাপ তা ফের জানিয়েছেন অনুব্রত৷ একই সঙ্গে জেলে যে তাঁর মন ভাল নেই, তাও ধরা পড়েছে কেষ্টর কথায়৷ অনুব্রত প্রথমে বলেন, 'ভাল আছি৷' তার পরেই নিউজ এইট্টিন বাংলার পক্ষ থেকেপ্রশ্ন করা হয়, 'শরীর ভল আছে?' অনুব্রতর সংক্ষিপ্ত জবাব, 'তাই থাকে?'
advertisement
advertisement
এর পর অনুব্রত মণ্ডলকে বলা হয়, কর্মীদের উদ্দেশে কী বলবেন? অনুব্রত বলেন, 'কর্মীদের বলব তাঁদের কাজ তারা করুক।ট অর্থাৎ তিনি যেন বোঝাতে চাইলেন, তাঁকে নিয়ে বিশেষ ভাবিত হওয়ার কিছু নেই। কর্মীরা তাঁদের দলীয় কাজ চালিয়ে যাক। 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলবেন?' এই প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল।
advertisement
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে একটি রাজনৈতিক হিংসা মামলায় তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল বিধান নগর এমপি এমএ এ বিশেষ আদালতের বিচারক। সেই মামলায় হাজির করার জন্যই এদিন অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বিধান নগরের ওই বিশেষ আদালতে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয় পুলিশ।
বেলা ১১টার মধ্যে অনুব্রত মণ্ডলকে বিধান নগর এমপি এমএলএ বিশেষ আদালতে হাজির করার প্রস্তুতি নিয়েছিল পুলিশ। সেই মতো দ্রুত গতিতে অনুব্রতকে নিয়ে আসানসোল থেকে বিধাননগরের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।  সকাল সাড়ে পাঁচটাতেই আসানসোল বিশেষ সংশোধনাগারের এক্কেবারে বাইরের দরজা খুলে দেওয়া হয়েছিল। ছ'টা বাজার পর পরই পুলিশ আধিকারিকরা সংশোধনাগারে প্রবেশ করেন। ছিল কমব্যাট ফোর্স ও। পাঁচটি গাড়ির কনভয়ের মাঝে অনুব্রত মণ্ডলকে একটি গাড়িতে রাখা হয়েছিল। সকাল আটটা বাজার আগেই দুর্গাপুর পার করে যায় পুলিশের বিশেষ কনভয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: পঞ্চায়েত ভোট 'ব্যাপক' হবে, জেলে থেকেও দলের কর্মীদের বড় বার্তা দিলেন অনুব্রত
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement