'বাড়ির লোক কোটি কোটি কামিয়েছে', মমতাকে বেনজির আক্রমণে দিলীপ! চরম হুঁশিয়ারি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ''কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফুর্তি করুন। পুজো ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ধারদেনা করে টানা আনন্দ করুন।''
#কলকাতা: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। আর এই প্রসঙ্গেই কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। ইকোপার্ক মর্নিংওয়াক সেরে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি। কী বললেন দিলীপ ঘোষ, দেখে নেওয়া যাক...
আজ পথে শোভাযাত্রা
কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফুর্তি করুন। পুজো ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ধারদেনা করে টানা আনন্দ করুন। চাকরি বাকরি চাইবেন না। লেখাপড়া উঠে গেছে। মূর্খদের রাজ্য তৈরি হচ্ছে। বোম্বাগড়ের রাজার মতো। এটাই ওনার (পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের) রেসিপি। লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এসব ভুলে থাকুন। এটাই ওনার রাজনৈতিক কৌশল।
advertisement
advertisement
সম্পত্তির উপর বুলডোজার
উনি (পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়) একবার চালিয়ে দেখান না। ওনার ওপর আঙুল উঠছে কেন? আত্মীয় স্বজন বাড়ির লোক কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। সবাই কামিয়ে নিয়েছে। মানুষ হাহাকার করছে। গ্রামে যারা কাজ দেবে বলে টাকা নিয়েছিল, তাদের ধরে লোক পেটাচ্ছে। এটাই কি আমাদের ভবিষ্যত হওয়ার কথা ছিল? রাজ্যের বাইরে গেলে লোক প্রশ্ন করে। কী উত্তর দেব আমরা?
advertisement
অনুব্রতর হাজিরা এবং বিপুল সম্পত্তি
সবে ১৬২ সম্পত্তি পাওয়া গেছে। আরও আছে। যাকে তাকে ধমকে উনি এগুলো বাগিয়ে নিয়েছেন। সবে শুরু হয়েছে। দেখুন আরও জানা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 9:24 AM IST

