Anubrata Mondal: 'রক্তের সম্পর্ক আর রাখতে চাই না!' দু বছরেই মানুষ চিনলেন, কেন অভিমানী অনুব্রত?

Last Updated:

শুক্রবার বীরভূমে নিজের পৈতৃক বাড়িতে গিয়ে রাখঢাক না করেই এ কথা স্পষ্ট করে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷

আত্মীয়দের উপরেই ক্ষুব্ধ অনুব্রত?
আত্মীয়দের উপরেই ক্ষুব্ধ অনুব্রত?
বোলপুর: দু বছর পর জেল থেকে ফিরেছেন৷ গ্রামের বাড়ির দুর্গা পুজোতেও যাবেন৷ কিন্তু আত্মীয়দের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না অনুব্রত মণ্ডল৷
শুক্রবার বীরভূমে নিজের পৈতৃক বাড়িতে গিয়ে রাখঢাক না করেই এ কথা স্পষ্ট করে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ একই সঙ্গে অনুব্রত জানিয়ে দিয়েছেন, এবার আর দুর্গাপুজোয় গ্রামবাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারবেন না তিনি৷ কারণ তাঁর আর্থিক অবস্থাও আর আগের মতো নেই৷
advertisement
advertisement
অনুব্রতর জেল যাত্রার পর থেকেই তাঁর ঘনিষ্ঠদের অভিযোগ ছিল, নিজের আত্মীয়দের থেকে সেভাবে কোনও সহযোগিতা পাননি কেষ্ট৷ এ দিন সম্ভবত সেই অভিমানই ঝরে পড়ল তৃণমূল নেতার গলায়৷ জামিন পেয়ে বীরভূমে ফেরার পর এ দিন হাটসারেন্দি গ্রামে নিজের পৈতৃক বাড়িতে দুর্গা পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে যান অনুব্রত মণ্ডল৷ তৃণমূল নেতা জানান, সপ্তমীর দিন গ্রামের বাড়ির পুজো দেখতে আসবেন তিনি৷ অনুব্রত বলেন, ‘আমি আসব মায়ের কাছে৷ মাকে প্রণাম করব৷ চলে যাব৷’
advertisement
দু বছর পর অবশেষে গ্রামের পুজোয় আবারও থাকতে পারবেন অনুব্রত৷ এ দিন তাঁকে দেখতে ভিড়ও করেন গ্রামবাসীরা৷ অনুব্রত বলেন, ‘আমার পৈতৃক বাড়ি৷ আমার দাদু-বাবা এই গ্রামে জন্মেছেন৷ এখানে বড় হয়েছেন৷ তাই গ্রামের বাড়িতে এলাম৷ পুজোয় সপ্তমীর দিন আসব৷’
একই সঙ্গে অনুব্রত জানিয়ে দেন, “এবার আর খাওয়া-দাওয়া করাবো না। আমার আর্থিক অবস্থা সে রকম নেই।
advertisement
অনুব্রতকে প্রশ্ন করা হয়, গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে তাঁর কথা হল কি না৷? জবাবে অনুব্রত বলেন, গ্রামের গরিব মানুষের সঙ্গেই আমার যোগাযোগ৷ রক্তের সম্পর্ক আর রাখতে চাইছি না৷ প্রসঙ্গত জামিন পেয়ে বোলপুরে ফিরে দলীয় কার্যালয়ে বসেও আক্ষেপের সুরেই অনুব্রত বলেছিলেন, ‘পাপের শাস্তি পেয়েছি৷’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'রক্তের সম্পর্ক আর রাখতে চাই না!' দু বছরেই মানুষ চিনলেন, কেন অভিমানী অনুব্রত?
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement