Firhad Hakim: টাকা তুলছেন মেয়রের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দফতরের! শুনে কী বললেন ফিরহাদ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠল খোদ মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মীই এই কলকাতা পুরসভার ওই আধিকারিকের বিরুদ্ধে শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ জানান হয়৷ যদিও এই বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম৷
অভিযুক্ত ওই অফিসারের নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়৷ তিনি কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি বা অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মরত রয়েছেন৷ অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে অনেকের থেকেই টাকা তুলেছেন ওই অফিসার৷
advertisement
সূত্রের খবর, ওই অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলছিলেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ জমা পড়ে৷ এর পরই শেক্সপিয়র সরণী থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকেই পুরসভার ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানান হয়৷
advertisement
যদিও মেয়র ফিরহাদ হাকিম এ দিন বিধানসভায় জানিয়েছেন, “আপনাদের কাছ থেকে আমি শুনলাম। এই বিষয়ে আমার কিছু জানা নেই। যদি কোনও অভিযোগ থাকত, তাহলে আমাকে সরাসরি বললেই হত। আমি তদন্ত করাতাম।”
পুরসভার ওই আধিকারিক দুর্নীতিতে জড়িত বলে তিনি আগেই জানিয়েছিলেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 4:30 PM IST