Partha Chatterjee: পুজোয় হাসি ফুটবে পার্থর মুখে? শিগগিরই বড় সিদ্ধান্ত, জানিয়ে দিল হাইকোর্ট

Last Updated:

অনেক দিন অসুস্থতা সহ বিভিন্ন যুক্তিতে জামিনের আর্জি জানিয়ে আসছেন পার্থ চট্টোপাধ্যায়৷

জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়?
জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়?
কলকাতা: অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যদের পর কি এবার জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়ও? হাইকোর্টের পুজোর ছুটির আগেই সেই প্রশ্নের জবাব মিলতে পারে৷ এ দিন হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদালত চেষ্টা করবে পুজোর লম্বা ছুটির আগে জামিনের মামলার নিষ্পত্তি করতে।’ আগামী ৩ অক্টোবর দুপুর ১ টায় ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে৷
অনেক দিন অসুস্থতা সহ বিভিন্ন যুক্তিতে জামিনের আর্জি জানিয়ে আসছেন পার্থ চট্টোপাধ্যায়৷ ২০২১ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করছিল সিবিআই৷ তার পর থেকেই জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
advertisement
এ দিন ফের হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জির মামলার শুনানি ছিল৷ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল৷ যদিও এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় আদালতে লিখিত কোনও যুক্তি দিতে পারেনি সিবিআই৷
advertisement
প্রভাবশালী তত্ত্বেই বার বার আদালতে পার্থর জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এ দিন হাইকোর্টে শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বার বারই দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আর প্রভাবশালী বলা চলে না৷ তিনি বলেন. ‘মণীশ শিশোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডল, পি চিদম্বরম মামলায় প্রভাবশালী তকমার যুক্তির ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী নয় এখন। একজন মানুষও এখন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নেই বলে আমার মনে হয়। তাহলে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী হলেন কীভাবে?’
advertisement
কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া আর এক তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য৷ তার আগে জামিন পান আর এক তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পুজোয় হাসি ফুটবে পার্থর মুখে? শিগগিরই বড় সিদ্ধান্ত, জানিয়ে দিল হাইকোর্ট
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement