Anubrata Mondal: 'অনুব্রতবাবু, কেমন আছেন...?’ উত্তরে যা বললেন কেষ্ট! তড়িঘড়ি তিহাড় জেলকে 'বড়' নির্দেশ বিচারকের

Last Updated:

Anubrata Mondal: ভোলেব্যোম চালকলের দুটি অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি অনুব্রত মণ্ডলের। বিচারককে বললেন, কর্মীরা বেতন পাচ্ছেন না। কেষ্টর কথা শুনে কী বললেন বিচারক?

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের শুনানি
গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের শুনানি
আসানসোল : গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ছিল ভার্চুয়াল শুনানি। মামলার অন্যতম প্রধান দুই অভিযুক্ত অনুব্রত মণ্ডল এবং তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী সহগল হোসেনের ভার্চুয়াল শুনানি হয় তিহাড় জেল থেকে। এদিন দু’জনেই উপস্থিত ছিলেন শুনানিতে। শরীর স্বাস্থ্যের অবনতির কথা বিচারককে জানান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর ভোলেব্যোম চালকলটির অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদনও জানান তিনি এদিনের ভার্চুয়াল শুনানিতে।
আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে অনুব্রত বৃহস্পতিবার জানান, তাঁর শরীর ভাল নেই, বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি, ভোলেব্যোম চালকলের অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদনও করেছেন তিনি। বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলের আবেদন শোনেন। তাঁর শারীরিক অসুবিধার বিষয়টি জেল কর্তৃপক্ষ যাতে নজরে রাখেন, সে জন্য জেল সুপারকে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন বিচারক। একই সঙ্গে অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিয়ে আবেদন জানানোর জন্যও অনুব্রতকে জানিয়েছেন।
advertisement
advertisement
এদিনের ভার্চুয়াল শুনানিতে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত এবং তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী সহগল হোসেন, দু’জন্যেই তিহাড় জেল থেকে উপস্থিত ছিলেন। অনুব্রতকে দেখে বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনাকে খুব ক্লান্ত লাগছে। অনুব্রতবাবু, কেমন আছেন?’’ অনুব্রত জবাব দেন, ‘‘শরীর ভাল নেই। সব রকম অসুবিধা হচ্ছে।’’ বিচারক বলেন, ‘‘ডাক্তার দেখছে তো ?’’ অনুব্রত উত্তর দেন, ‘‘ডাক্তার দেখাচ্ছি। জেলের মেডিক্যাল ওয়ার্ডে পড়ে আছি।’’ বিচারক বলেন, ‘‘বুঝতে পারছি।’’
advertisement
এর পর বিচারক সহগলকে জিজ্ঞাসা করেন, ‘‘তোমার গয়না রিপোর্ট অর্ধেক এসেছে।’’ সরকারি আইনজীবীর উদ্দেশে তিনি এরপর বলেন, ‘‘গয়নার রিপোর্টটা কী হল?’’ সরকারি আইনজীবী উত্তর দেন, ‘‘তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলে জানাচ্ছি।’’ এর পর বিচারক সহগলকে বলেন, ‘‘আমি বিষয়টি দেখছি। অনেক দিন ধরেই বিষয়টা ঝুলে আছে। এ বার দ্রুত ব্যবস্থা হবে।’’ তদন্তকারী আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলার পর সরকারি আইনজীবী বলেন, ‘‘স্যর ওঁর সঙ্গে কথা হয়েছে। পরবর্তী শুনানির দিনই সম্পূর্ণ রিপোর্ট জমা করা হবে।’’
advertisement
এরপরেই ফের অনুব্রত মুখ খোলেন। বলেন, ‘‘স্যর চালকলের অ্যাকাউন্টটা ডিফ্রিজ (খুলে) দিন।’’ বিচারক তখন জিজ্ঞাসা করেন, ‘‘কোন চালকল?’’ অনুব্রত জবাব দেন, ‘‘ভোলেব্যোম চালকল। ওই দু’টি অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়। শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। ২০০ শ্রমিক আছে। বহু জিনিসপত্র নষ্ট হচ্ছে।’’
advertisement
বিচারক জানান, ‘‘মুখের কথায় আমি কোনও অ্যাকাউন্ট তো খুলে দেওয়ার নির্দেশ দিতে পারি না। আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। আপনার এবং সিবিআই দু’পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ যদিও বৃহস্পতিবার অনুব্রত বা সহগল, কারও আইনজীবীই ছিলেন না আদালতে।বিচারক এরপরেই এই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দেন আগামী ৭ জুন। পাশাপাশি, অনুব্রতের সবরকম চিকিৎসার নির্দেশও তিনি দিয়েছেন তিহাড় জেল সুপারকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'অনুব্রতবাবু, কেমন আছেন...?’ উত্তরে যা বললেন কেষ্ট! তড়িঘড়ি তিহাড় জেলকে 'বড়' নির্দেশ বিচারকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement