অনুব্রত কোথায়...? তিহারে না সিউড়িতে? দোল মাতালেন কেষ্ট! অনুগামীরা মাখালেন আবির! দেখুন
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Anubrata Mondal: না থেকেও দোলে সিউড়ি মাতালেন অনুব্রত! আজব হোলি কেষ্ট অনুগামীদের।
বীরভূম: এখনও ফাঁকা অনুব্রত গড়। গরু পাচার মামলায় দিল্লির তিহার জেলবন্দি-বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বীরভূম থেকে দূরে রয়েছেন ঠিকই। তবে প্রিয় ‘দাদা’কে ভোলেননি কেউ। বীরভূমের সিউড়িতে অনুব্রতর বিরাট কাট আউটে আবির দিয়ে দোলের শুভেচ্ছা জানালেন তার অনুগামীরা।
গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল বছরখানেক জেলবন্দী। গ্রেফতারির পরেও তাঁর পাশেই রয়েছে দল। বীরভূম জেলা তৃণমূল সভাপতির পদে এখনও আসীন অনুব্রত। তাই সিউড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে আজও রয়েছে তাঁর বিশাল কাটআউট।

advertisement
advertisement
সোমবার সকালে ওই কাটআউটের সামনে ভিড় জমান সিউড়ি শহর মহিলা তৃণমূলের কর্মীরা। অনুব্রতর পায়ে আবির দেন। কেউ আবির দেন গালে। তার পরই একে অপরকে দোলের শুভেচ্ছা বিনিময় করেন।
advertisement
কখনও ‘গুড়-বাতাসা’, তো কখনও ‘চড়াম চড়াম’। বিরোধীদের উদ্দেশে চোখা চোখা আক্রমণই যেন ছিল অনুব্রত মণ্ডলের ইউএসপি। দক্ষ সংগঠক অনুব্রতর অনুগামীর সংখ্যা বিপুল। সেই অনুব্রতই গরু পাচার মামলায় বছরখানেকেরও বেশি সময় জেলবন্দি। পার্থ, জ্যোতিপ্রিয়র কপালে শাস্তির খাঁড়া ঝুলেছে। তবে গ্রেফতারির পরেও অনুব্রতর পাশেই রয়েছে দল।
advertisement
দলের ছোট, বড় নেতাদের মুখেশোনা গিয়েছে তাঁর নাম। সম্প্রতি ভোট প্রচারে বেরিয়ে বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের মুখেও অনুব্রতর নাম শোনা গিয়েছে। তাঁকে ‘মিস করবেন’ বলেও দাবি করেন শতাব্দী। তারই মাঝে আবির মাখিয়ে দোলের শুভেচ্ছা জানানোর ঘটনাই প্রমাণ করে আজও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুব্রত কোথায়...? তিহারে না সিউড়িতে? দোল মাতালেন কেষ্ট! অনুগামীরা মাখালেন আবির! দেখুন