Anubrata Mandal: ফিসচুলা! পা ফোলা! বুকে ব্যথা! দেখিয়েও লাভ হল না অনুব্রতর! আদালতে নাকানি-চোবানি!

Last Updated:

Anubrata Mandal: বাইরে তখন অনুব্রত বিরোধী স্লোগান। লাল ঝান্ডা উড়িয়ে অনুব্রত মুর্দাবাদ স্লোগান । ঢাক বাজিয়ে নকুলদানা  বিলি। তারই মধ্যে অনুব্রত মণ্ডলকে নিয়ে হুশ করে ঢুকে পড়ল সিবিআই-এর আধিকারিকরা। তারপর? জানুন

#আসানসোল: পাঁচটা বাজতে তখন মিনিট খানেক বাকি। অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোল বিশেষ আদালতে ঢুকলো সি বি আই। আদালত চত্বরের বাইরে তখন থিকথিকে ভিড়। বাইরে তখন অনুব্রত বিরোধী স্লোগান দিচ্ছে সিপিএম এবং বিজেপি। লাল ঝান্ডা উড়িয়ে অনুব্রত মুর্দাবাদ স্লোগান দিচ্ছে সিপিএম। ঢাক বাজিয়ে নকুলদানা  বিলি করছে বিজেপি। অনুব্রত  মণ্ডলের গাড়ির পেছনে সি বি আই, পুলিশ, সংবাদ মাধ্যমের গাড়ির দীর্ঘ লাইন। তারই মধ্যে অনুব্রত মণ্ডলকে নিয়ে ঢুকে পড়ল সিবিআই-এর আধিকারিকরা।
সি বি আই এর বিশেষ আদালতের সামনে ততক্ষণে পৌঁছে গেছে সিপিএমের কর্মী সমার্থকরা। সেখানেও চলল অনুব্রত বিরোধী স্লোগান। ততক্ষণে তাকে লিফটে তুলে নিয়েছেন সি বি আই আধিকারিকরা। গন্তব্য চার তলায় বিশেষ আদালত। আদালতে তখন অপেক্ষায় বসে বিচারক। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে গেলেন সি বি আই এর আইনজীবী। প্রস্তুত অনুব্রত মণ্ডলের আইনজীবীও। সওয়াল জবাব শুরু হতেই সি বি আই এর আইনজীবী জানিয়ে দেন বহু কোটি টাকার বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ১৪দিনের হেফাজত চান তারা। তবে জামিনের পক্ষে সওয়াল করেননি অনুব্রতর আইনজীবী।
advertisement
advertisement
তিনি বলেন, সকাল থেকেই সংবাদ মাধ্যমের তৎপরতা দেখা গিয়েছে। সি বি আই এর তৎপরতা দেখা দিয়েছে।এক চিকিৎসকের বয়ানও সামনে এসেছে। সবদিক বিচার করেই জামিনের আবেদন করা হয়নি। তবে সি বি আই হেফাজত কমানোর আবেদন জানানো হয়েছে। আদালতে অনুব্রত জানান, তিনি অসুস্থ তার অক্সিজেনের সমস্যা রয়েছে। পা ফুলছে। বুকে ব্যথা। ফিসচুলা রয়েছে। সবদিক বিচার করে যেন রায় দেন বিচারক। অনুব্রতর এই আবেদনের ভিত্তিতে সাময়িক রায়দান স্থগিত রাখেন বিচারক। এরপর তিনি দশ দিন সি বি আই হেফাজতের নির্দেশ দেন। আগামী ২০ আগস্ট তাকে ফের সি বি আই আদালতে পেশ কর হবে। রাত সওয়া সাতটা নাগাদ আদালত থেকে অনুব্রতকে বের করে আনা হয়।
advertisement
শরদিন্দু ঘোষ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mandal: ফিসচুলা! পা ফোলা! বুকে ব্যথা! দেখিয়েও লাভ হল না অনুব্রতর! আদালতে নাকানি-চোবানি!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement