রাস্তায় ছড়িয়ে রক্ত! অটোর তলায় পিষে গেলেন বাইক আরোহী! কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

অটো বাইক-সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু হল বাইক আরোহীর ।

উত্তপ্ত কাঁথি-মাজনা রোড
উত্তপ্ত কাঁথি-মাজনা রোড
কাঁথি, মদন মাইতি: কাঁথি-মজনা রাস্তায় ফের ভয়াবহ পথ দুর্ঘাটনা। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মাজনা রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে কাঁথি-মাজনা রাস্তার মাঝে একটি বেসরকারি স্কুলের সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ১১ টা নাগাদ দ্রুতগামী একটি অটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী সোজা অটোর চাকার নীচে চলে যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও বাইক আরোহীর প্রাণ রক্ষা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির দেহ পড়ে থাকে রাস্তার ওপর। এরপরেই স্থানীয়রা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা অভিযোগ তোলেন, স্পিড ব্রেকার দেওয়ার পরেও মাজনা রাস্তায় নিয়মিতভাবেই দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের তরফে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। অটো-টোটো ও বাইকের বেপরোয়া দৌরাত্ম্যকেই স্থানীয়রা এই ঘটনার জন্য দায়ি করেছেন।
advertisement
আরও পড়ুন: গাছের ঝরা পাতায় ব্লেড চালিয়ে অসম্ভব শিল্পকর্ম! বীরভূমের শিক্ষকের অবাক করা প্রতিভা!
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁথি থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চলার ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। স্কুল-কলেজের সামনে স্পিড ব্রেকার বা নজরদারির ব্যবস্থা থাকা স্বত্বেও পথ চলতে নিত্য আতঙ্কে থাকতে হয়। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুন: তুলির টানে জঙ্গলমহল থেকে সোজা অ্যাক্যাডেমি অফ ফাইন আর্টসে!
মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানেই এক তরতাজা প্রাণ চলে গেল। কাঁথির মজনা রোডে এ ধরনের দুর্ঘটনা ফের একবার প্রমাণ করে দিল, নিরাপত্তার ব্যবস্থা না নিলে প্রাণঘাতী বিপদ প্রতিদিনই ওত পেতে থাকবে পথের ধারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় ছড়িয়ে রক্ত! অটোর তলায় পিষে গেলেন বাইক আরোহী! কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement