তাঁর আঁকা ক্যানভাস যেন 'জীবন্ত'! তুলির টানে জঙ্গলমহল থেকে সোজা অ্যাক্যাডেমি অফ ফাইন আর্টসে, ছবিতে দেখুন চমৎকার শিল্পকর্ম

Last Updated:
Academy of Fine Arts জঙ্গলমহলের শিল্পীর ছবি প্রদর্শিত হল কলকাতার অ্যাক্যাডেমি অফ ফাইন আর্টসে। মোট ২২ জন শিল্পী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে ঝাড়গ্রামের সোমনাথ ঘরের আঁকা দু'টি ছবি স্থান পায় এই প্রদর্শনীতে।
1/7
শিলদা, ঝাড়গ্ৰাম, তন্ময় নন্দী: জঙ্গলমহলের শিল্পীর ছবি প্রদর্শিত হল কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে। গত ২২ শে অক্টোবর 'শিল্পীর চোখে সাদা ক্যানভাস' নামাঙ্কিত একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
<strong>ঝাড়গ্রাম, তন্ময় নন্দী:</strong> জঙ্গলমহলের শিল্পীর ছবি প্রদর্শিত হল কলকাতার অ্যাক্যাডেমি অফ ফাইন আর্টসে। গত ২২ অগাস্ট 'শিল্পীর চোখে সাদা ক্যানভাস' নামাঙ্কিত একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
advertisement
2/7
মোট ২২ জন শিল্পী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে জঙ্গলমহলের এই শিল্পীর দুটো ছবি স্থান পায় এই প্রদর্শনীতে। একটি 'কলকাতার হারিয়ে যাওয়া ট্রাম', এবং অপরটি বাস্তব জীবন সম্পর্কিত একটি বিষয়বস্তু 'ভয়' । (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
মোট ২২ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে জঙ্গলমহলের এই শিল্পীর আঁকা দু'টি ছবি স্থান পায় এই প্রদর্শনীতে। একটি 'কলকাতার হারিয়ে যাওয়া ট্রাম', এবং অপরটি বাস্তব জীবন সম্পর্কিত একটি বিষয়বস্তু 'ভয়'। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
3/7
জঙ্গলমহলের ছেলে সোমনাথ ঘর তার হাতের ছোঁয়ায় জাদু আছে। এঁকেছেন একের পর পর এক ছবি। প্রায় সাত দিন ধরে চলে এই প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করেন সুব্রত গঙ্গোপাধ্যায়, নির্বেদ রায়, কৌশিক পাল সহ অন্যান্যরা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
জঙ্গলমহলের ছেলে সোমনাথ ঘর তার হাতের ছোঁয়ায় জাদু আছে। এঁকেছেন একের পর পর এক ছবি। প্রায় সাত দিন ধরে চলে এই প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করেন সুব্রত গঙ্গোপাধ্যায়, নির্বেদ রায়, কৌশিক পাল সহ অন্যান্যরা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
4/7
তার আঁকা ক্যানভাস যেন কথা বলে! জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের শিল্পীর এমন দক্ষতা চোখ কপালে তুলতে বাধ্য। আইসিসিআর আর্ট গ্যালারিতে পান 'শিল্পী সম্মান ২০২৫' , এছাড়াও বেশ কয়েকটি ছোট-বড় পুরস্কার রয়েছে এই শিল্পীর ঝুলিতে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
তার আঁকা ক্যানভাস যেন কথা বলে! জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের শিল্পীর এমন দক্ষতা চোখ কপালে তুলতে বাধ্য। আইসিসিআর আর্ট গ্যালারিতে পান 'শিল্পী সম্মান ২০২৫'। এছাড়াও বেশ কয়েকটি ছোট-বড় পুরস্কার রয়েছে এই শিল্পীর ঝুলিতে। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/7
শিল্পী সোমনাথ ঘর জানান 'ছোট থেকে ভাল লাগত আঁকতে ও হাতের কাজ করতে। আর এই সবকিছু শিখেছি বাবার কাছ থেকেই। কলকাতার সেন্ট্রাল গ্যালারিতে আমার ছবি প্রদর্শনীতে থাকায় আমি খুব খুশি।' (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
শিল্পী সোমনাথ ঘর জানান, 'ছোট থেকে ভাল লাগত আঁকতে ও হাতের কাজ করতে। আর এই সব কিছু শিখেছি বাবার কাছ থেকেই। কলকাতার সেন্ট্রাল গ্যালারিতে আমার ছবি প্রদর্শনীতে থাকায় আমি খুব খুশি।' (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/7
ফেলে দেওয়া জিনিসপত্র থেকে বেশ কিছু আসবাবপত্র বানিয়ে ইতিমধ্যেই তিনি তাক লাগিয়েছেন। গত বছর দুর্গা পুজোতে ‌নারকেলের পাতা, হোগলা পাতার‌ কারুকার্য মন কেড়েছিল জঙ্গলমহলবাসীর। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
ফেলে দেওয়া জিনিসপত্র থেকে বেশ কিছু আসবাবপত্র বানিয়ে ইতিমধ্যেই তিনি তাক লাগিয়েছেন। গত বছর দুর্গা পুজোতে তাঁর করা ‌নারকেলের পাতা, হোগলা পাতার‌ কারুকার্য মন কেড়েছিল জঙ্গলমহলবাসীর। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
7/7
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর পাঁচ জনের থেকে একেবারে ভিন্ন কিছু করে লাইম লাইটে আসার ইচ্ছা ছিল জঙ্গলমহলের শিলদার সোমনাথ ঘরের।‌ এই প্রদর্শনী ঘুরে দেখেছেন সংগীতশিল্পী অনীক ধর ও শিল্পী সমীর আইচ। ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর পাঁচ জনের থেকে একেবারে ভিন্ন কিছু করে লাইম লাইটে আসার ইচ্ছা ছিল জঙ্গলমহলের শিলদার সোমনাথ ঘরের।‌ এই প্রদর্শনী ঘুরে দেখেছেন সংগীতশিল্পী অনীক ধর ও শিল্পী সমীর আইচ। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement