লিলুয়ায় ATM ভেঙে লুঠ ২১ লক্ষ টাকা , নজরে ‘হরিয়ানা গ্যাং’

Last Updated:

তিন মাসের মধ্যে হাওড়ার ৫টি এটিএমে লুঠ।

#লিলুয়া: লিলুয়ায় ATM-লুঠ। উধাও ২১ লক্ষ ৩৪ হাজার টাকা। তিন মাসের মধ্যে হাওড়ার ৫টি এটিএমে লুঠ। নজরে হরিয়ানা গ্যাং। এর আগেও বেশ কয়েকটি এটিএম লুঠের ঘটনায় এই হরিয়ানার গ্যাংয়ের কথা জানতে পারে পুলিশ।
লিলুয়ার কোনাখালিয়া মোড়ে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে লুঠ। শনিবার সকালে ভল্ট ভাঙার ঘটনা নজরে আসে বাড়ি মালিকের। হাইরোডের মোড়ে কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানান। খবর দেওয়া পুলিশ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মোট একুশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা লুঠ হয়েছে এটিএম থেকে।
এই নিয়ে তিনমাসে হাওড়ায় পর -পর ৫টি এটিএম-লুঠের ঘটনা ঘটল। উধাও প্রায় এক কোটি টাকা। ২৫ ডিসেম্বর, ২০১৯, লিলুলায় বেলগাছিয়ায় এটিএম ভেঙে লুঠ হয় ২৯ লক্ষ টাকা। ১০ জানুয়ারি, ২০২০, আন্দুলে পরপর ৩টি এটিএম ভেঙে লুঠ ৪৫ লক্ষ টাকা। ২১ ফেব্রুয়ারি, ২০২০, লিলুয়ায় ফের ATM লুঠ হয় ২১ লক্ষ টাকা লুঠ।
advertisement
advertisement
পর-পর লুঠের ঘটনায় হরিয়ানা গ্যাং-এর দিকে নজর পুলিশের। এর আগেও ২০১৮ সালে লিলুয়ায় তিনটি এটিএমে লুঠ হয়। তখনই নজরে আসে হরিয়ানার এই দল। হরিয়ানায় গিয়েও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হাইওয়ের পাশে রক্ষীবিহীন ATM টার্গেট। লুঠের আগে এলাকায় রেইকি করে দুষ্কৃতীরা। কলকাতার বিভিন্ন বাজার থেকে সবজির গাড়িতে করে এলাকায় পৌঁছয় দুষ্কৃতীরা। এটিএম লুঠের পর হাইওয়ে থেকে দ্রুত চম্পট দেয় দুষ্কৃতীরা।
advertisement
এটিএমে নিরাপত্তারক্ষী না থাকা নিয়ে প্রশ্ন উঠছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লিলুয়ায় ATM ভেঙে লুঠ ২১ লক্ষ টাকা , নজরে ‘হরিয়ানা গ্যাং’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement