Birbhum News: মরণফাঁদ যেন বীরভূমের এই রাস্তা! ঘটল ফের দুর্ঘটনা

Last Updated:

একই রাস্তায় বারবার পথ দুর্ঘটনা।রাস্তার মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে একাধিকবার পথ দুর্ঘটনা দেখছে বীরভূমের এই একটি গ্রাম। ঠিক তেমনই এবার কচু বোঝাই ট্রাক্টরের চাকা ভেঙে উল্টে গিয়ে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা। 

 ট্রাক্টর উল্টে বিপত্তি
 ট্রাক্টর উল্টে বিপত্তি
সৌভিক রায়, বীরভূম: একই রাস্তায় বারবার পথ দুর্ঘটনা।রাস্তার মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে একাধিকবার পথ দুর্ঘটনা দেখছে বীরভূমের এই একটি গ্রাম। ঠিক তেমনই এবার কচু বোঝাই ট্রাক্টরের চাকা ভেঙে উল্টে গিয়ে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা।
বৃহস্পতিবার রামপুরহাট থেকে নলহাটিগামী দ্রুতগতিতে ছুটে আসছিল ট্রাকটারটি। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত বিনোদপুর মোড়ের কাছে হঠাৎই একটি খালের মধ্যে পড়ে ওই ট্রাক্টরটি চাকা ভেঙে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কচু ভর্তি ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টরের কর্মী নকুল লেট (২৯)-এর।
advertisement
advertisement
জানা যায় তাঁর বাড়ি নলহাটি থানার অন্তর্ভুক্ত গুমরা গ্রামে। গুরুতর জখম হন এলাকার আরও চার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, দ্রুত গতির যান নিয়ন্ত্রণে রাস্তার কোথাও কোনও স্পিড ব্রেকার নেই। তাঁরা অবিলম্বে স্পিড ব্রেকার বসানোর দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে পুলিশ প্রশাসনের আশ্বাসের পর সেই অবরোধ তুলে নেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় ৭২ ঘণ্টার মধ্যে ওই রাস্তায় স্পিড ব্রেকার বসান হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মরণফাঁদ যেন বীরভূমের এই রাস্তা! ঘটল ফের দুর্ঘটনা
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement