Birbhum News: মরণফাঁদ যেন বীরভূমের এই রাস্তা! ঘটল ফের দুর্ঘটনা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
একই রাস্তায় বারবার পথ দুর্ঘটনা।রাস্তার মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে একাধিকবার পথ দুর্ঘটনা দেখছে বীরভূমের এই একটি গ্রাম। ঠিক তেমনই এবার কচু বোঝাই ট্রাক্টরের চাকা ভেঙে উল্টে গিয়ে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা।
সৌভিক রায়, বীরভূম: একই রাস্তায় বারবার পথ দুর্ঘটনা।রাস্তার মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে একাধিকবার পথ দুর্ঘটনা দেখছে বীরভূমের এই একটি গ্রাম। ঠিক তেমনই এবার কচু বোঝাই ট্রাক্টরের চাকা ভেঙে উল্টে গিয়ে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা।
বৃহস্পতিবার রামপুরহাট থেকে নলহাটিগামী দ্রুতগতিতে ছুটে আসছিল ট্রাকটারটি। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত বিনোদপুর মোড়ের কাছে হঠাৎই একটি খালের মধ্যে পড়ে ওই ট্রাক্টরটি চাকা ভেঙে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কচু ভর্তি ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টরের কর্মী নকুল লেট (২৯)-এর।
advertisement
advertisement
জানা যায় তাঁর বাড়ি নলহাটি থানার অন্তর্ভুক্ত গুমরা গ্রামে। গুরুতর জখম হন এলাকার আরও চার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, দ্রুত গতির যান নিয়ন্ত্রণে রাস্তার কোথাও কোনও স্পিড ব্রেকার নেই। তাঁরা অবিলম্বে স্পিড ব্রেকার বসানোর দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে পুলিশ প্রশাসনের আশ্বাসের পর সেই অবরোধ তুলে নেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় ৭২ ঘণ্টার মধ্যে ওই রাস্তায় স্পিড ব্রেকার বসান হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 12, 2025 11:47 AM IST







