Krishnagar Rajbari| Offbeat News|| কৃষ্ণনগরের অন্নপূর্ণা পুজো সম্পর্কে জানেন? রাজা এবং রানিমা-র মুখ থেকে শুনুন, মুগ্ধ হতেই হবে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Annapurna Puja of Krishnagar Rajbari: এ দিন সকাল থেকেই রাজবাড়ির তোরণ খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। সারাদিনে ভক্তদের আনাগোনা টুকটাক লেগেই ছিল রাজবাড়ির পুজো দেখার জন্য...
কৃষ্ণনগর: প্রতিবছরের মতো এ বছরেও মহাসমারহে কৃষ্ণনগর রাজবাড়িতে পালন করা হলো অন্নপূর্ণা পুজো। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো করা হল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। উপস্থিত ছিলেন রাজবাড়ির রাজা সৌরিশচন্দ্র রায় এবং রানি মা অমৃতা রায়। তাঁদের উপস্থিতিতেই মহাসমারোহে নিয়ম মাফিক করা হল অন্নপূর্ণা দেবীর পুজো।
এ দিন সকাল থেকেই রাজবাড়ির তোরণ খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। সারাদিনে ভক্তদের আনাগোনা টুকটাক লেগেই ছিল রাজবাড়ীর পুজো দেখার জন্য। পুজোর প্রথম থেকে উপস্থিত ছিলেন রাজা সৌরিশচন্দ্র রায় তিনি সমগ্র কৃষ্ণনগরবাসীকে জানান শুভেচ্ছা বার্তা। পুজো চলাকালীন উপস্থিত হন রানি মা অমৃতা রায় নিষ্ঠা সহকারে পুজোর পরে আখ, চাল কুমড়ো এবং কলা, বলি নিবেদন করা হয় প্রতিমার সামনে। এরপরেই পুজো সমাপ্ত হয়।
advertisement
advertisement
পুজোর পর সকল দর্শনের থেকে প্রসাদ নিবেদন করা হয়। অন্নপূর্ণা পুজোর পরেই প্রস্তুতি লেগে যায় বারোদোলের মেলার। বারোদোল উপলক্ষে রাজবাড়িতে তিন দিনের জন্য সাধারণ মানুষকে করতে দেওয়া হয় প্রবেশ। রাজবাড়ির ময়দানে বারোদোল উপলক্ষে বসে একমাস ব্যাপী মেলা। বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসে এই বারোদোলের মেলায়। যার প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে দেখা যাচ্ছে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 7:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnagar Rajbari| Offbeat News|| কৃষ্ণনগরের অন্নপূর্ণা পুজো সম্পর্কে জানেন? রাজা এবং রানিমা-র মুখ থেকে শুনুন, মুগ্ধ হতেই হবে