Anis Khan Update: আনিস মৃত্যুতে আমতার OC-র ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন, বড় পদক্ষেপ নিল SIT! CBI দাবিতে অনড় পরিবার

Last Updated:

Anis Khan Update: সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় আনিসের পরিবার। আনিস খানের বাবা এদিনও সংবাদ মাধ্যমের সামনে বলেন সিবিআই এর ওপরেই ভরসা তাঁর।

আনিস  দ্বিতীয় ময়নাতদন্ত
প্রতীকী ছবি।
আনিস দ্বিতীয় ময়নাতদন্ত প্রতীকী ছবি।
#কলকাতা : বৃহস্পতিবার আনিস খানের (Anis Khan Update) মৃত্যু তদন্তে বড় পদক্ষেপ নিল সিট (Special Investigating Team)। আমতা থানার ওসিকে তলব করল SIT-এর তদন্তকারী দল। ভবানী ভবনে তলব করা হয়েছে তাঁকে। সেদিনের পুরো ঘটনার কথা ওসিকে জানানো হয়েছিল, এমনটাই দাবি হোম গার্ডের। 'জানা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হল না? আমতা থানার ওসির কাছে সে বিষয়ে জানতে চায় সিট। এমটাই সূত্রের খবর।
অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় আনিসের (Anis Khan Update) পরিবার। আনিস খানের বাবা এদিনও সংবাদ মাধ্যমের সামনে বলেন সিবিআই এর ওপরেই ভরসা তাঁর। তারাই রহস্যের পর্দা সরিয়ে যথাযুক্ত বিচার করবে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, "নিচু থেকে উপর তলা ওসি তাঁর উপরের ওসি সবাই জড়িত। আমাকে না জানিয়ে কেন ময়না তদন্ত করা হয়েছে। এই জন্য সিবিআই তদন্ত দাবি করছি। ওসি সব জানত। তাহলে কেন প্রথম থেকে অস্বীকার?"
advertisement
advertisement
বৃহস্পতিবারই আনিস-হত্যার (Anis Khan Update) ছ’দিন পূর্ণ হয়েছে। ধর্মীয় রীতি মেনে এদিনই আনিস খানের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে তাঁদের আমতার বাড়িতে। অন্যদিকে, বৃহস্পতিবারই খানের রহস্য মৃত্যুতে (Anis Khan Death) জড়িত সন্দেহে গ্রেফতার দুই পুলিশকর্মী— হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে আদালতে তোলার কথা।
advertisement
'আনিস-হত্যায়' (Anis Khan Death) জড়িত সন্দেহে বুধবারই দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্য পুলিশের ডিজি ধৃত পুলিশকর্মীদের নাম প্রকাশ্যে আনেন। যদিও আনিসের বাবা সালেম খান ধৃত পুলিশকর্মীদের ছবি দেখে চিনতে পারেননি। তিনি জানান, ওই দু’জনই শুক্রবার রাতে তাঁর বাড়িতে এসেছিলেন কি না তা তিনি নির্দিষ্ট করে বলতে পারছেন না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anis Khan Update: আনিস মৃত্যুতে আমতার OC-র ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন, বড় পদক্ষেপ নিল SIT! CBI দাবিতে অনড় পরিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement