ড্রামস্টিক, বোনলেস চিকেন! এবার বর্ধমানে হরিণঘাটা মিটের স্টল, সস্তায় মিলবে মাংস
- Published by:Teesta Barman
- Written by:Saradindu Ghosh
Last Updated:
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ''মাংস উৎপাদনে এখন আমরা অনেক স্বনির্ভর। এছাড়া ডিম উৎপাদনও বেড়েছে। এখন বছরে ১২০৩ কোটি ডিম রাজ্যে উৎপাদন হয়।
#বর্ধমান: অপেক্ষার অবসান। বর্ধমানের বাসিন্দাদের জন্য সুখবর। জানুয়ারি মাসেই বর্ধমানে হরিণঘাটা মিটের স্টল খুলতে চলেছে প্রাণিসম্পদ দফতর। প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ''জেলা সদরের পর প্রতিটি ব্লকেই আমরা স্টল তৈরি করব। তাতে কর্মসংস্থানের পাশাপাশি দফতরের আয় বাড়বে। বর্ধমানে স্টল তৈরির জন্য জায়গা দেখা হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই জেলায় স্টল চালু করতে পারব।''
রাজ্যের প্রতিটি জেলার সদর শহরে হরিণঘাটা মিটের নিজস্ব স্টল খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রাণিসম্পদ দফতর। জেলার বাসিন্দাদের ন্যায্য মূল্যে মাংস পৌঁছে দেওয়ার জন্যই এমন পরিকল্পনা করা হয়েছে। রাজ্যে এখন প্রায় ৭০০টি স্টল রয়েছে।
advertisement
প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা স্টলে প্রি-কাট চিকেন, ড্রামস্টিক, বোনলেস চিকেন-সহ বিভিন্ন ধরনের মাংস পাওয়া যাবে। কলকাতার বিভিন্ন জায়গায় এই স্টল রয়েছে। আগামী দিনে জেলাগুলিতেও এই স্টলের জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আধিকারিকদের দাবি, এই স্টলগুলি থেকে ক্রেতারা নিজেদের পছন্দমতো মাংস কিনতে পারবেন। তা ছাড়া বাজারের ব্যবসায়ীরা নিজের খুশি মতো দামে মাংস বিক্রি করেন। ক্রেতারা সেটা কিনতে বাধ্য থাকেন। স্টল চালু হলে সেটা হবে না।
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ''মাংস উৎপাদনে এখন আমরা অনেক স্বনির্ভর। এছাড়া ডিম উৎপাদনও বেড়েছে। এখন বছরে ১২০৩ কোটি ডিম রাজ্যে উৎপাদন হয়। ২৩৭ কোটি ডিম বাইরে থেকে আমদানি করতে হয়। আগে আরও বেশি ডিম আমদানি করতে হত। কয়েক বছরের মধ্যে সেই ঘাটতি মিটে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলা ডেয়ারির স্টলও সব জেলাতেই তৈরি করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও মাংস পাঠানো হয়।''
advertisement
মন্ত্রীর কথায়, ''হাঁস, মুরগি চাষ করে অনেকেই স্বনির্ভর হয়ে উঠেছেন। মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে পোলট্রি ফার্ম অনেক বেড়েছে। যুবক-যুবতীদের আগামী দিনে আরও বেশি উৎসাহিত করা হবে। বিনামূল্যে হাঁস, ছাগল, মুরগির বাচ্চা সরবরাহ করা হয়। হরিণঘাটা মিটের স্টলগুলি চালু হলে সেখানে অনেকে কাজ পাবেন। বাসিন্দারাও সস্তায় বিভিন্ন মাংস কিনতে পারবেন।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 8:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ড্রামস্টিক, বোনলেস চিকেন! এবার বর্ধমানে হরিণঘাটা মিটের স্টল, সস্তায় মিলবে মাংস