জানুয়ারিতে কনকনে ঠান্ডা বাংলায়! বৃষ্টির পূর্বাভাস কোথায়, জানুন আবহাওয়ার আপডেট

Last Updated:
পরপর দু'টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শনিবারের পর মঙ্গলবার ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে।
1/11
তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের স্পেল চলবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, পরের দিকে পরিষ্কার আকাশ। অবাধে উত্তুরে হাওয়া বইছে।
তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের স্পেল চলবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, পরের দিকে পরিষ্কার আকাশ। অবাধে উত্তুরে হাওয়া বইছে।
advertisement
2/11
পারদ ওঠা-নামা করলেও জমিয়ে ঠান্ডা থাকবে। কলকাতাতে ১৫ ডিগ্রির নিচেই থাকবে আগামী সপ্তাহের তাপমাত্রা। জেলার ক্ষেত্রে আরও তিন-চার ডিগ্রি কম থাকার সম্ভাবনা।
পারদ ওঠা-নামা করলেও জমিয়ে ঠান্ডা থাকবে। কলকাতাতে ১৫ ডিগ্রির নিচেই থাকবে আগামী সপ্তাহের তাপমাত্রা। জেলার ক্ষেত্রে আরও তিন-চার ডিগ্রি কম থাকার সম্ভাবনা।
advertisement
3/11
কলকাতায় মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। গতকাল ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস নীচে।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। গতকাল ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস নীচে।
advertisement
4/11
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
5/11
পরপর দু'টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শনিবারের পর মঙ্গলবার ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার পরের পশ্চিমী ঝঞ্ঝাটি একটু বড় মাপের হওয়ার সম্ভাবনা বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
পরপর দু'টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শনিবারের পর মঙ্গলবার ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার পরের পশ্চিমী ঝঞ্ঝাটি একটু বড় মাপের হওয়ার সম্ভাবনা বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
advertisement
6/11
প্রথম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে কাশ্মীর ভ্যালি-সহ উত্তর-পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা। পরের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর কাশ্মীর ভ্যালি লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ-সহ উত্তর-পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায়।
প্রথম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে কাশ্মীর ভ্যালি-সহ উত্তর-পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা। পরের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর কাশ্মীর ভ্যালি লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ-সহ উত্তর-পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায়।
advertisement
7/11
বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা হিমালয়ের পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়-সহ উত্তরপ্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা হিমালয়ের পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়-সহ উত্তরপ্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
advertisement
8/11
পরপর পশ্চিমী ঝঞ্ঝার বাধায় উত্তুরে হাওয়া কিছুটা হলেও শক্তি হারাবে। আগামী তিনদিন তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পূর্ব ভারতে বিহার ওড়িশা-সহ রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আগামী দু'দিনের। তারপর তিন থেকে চার দিন একই রকম থাকবে আবহাওয়া।
পরপর পশ্চিমী ঝঞ্ঝার বাধায় উত্তুরে হাওয়া কিছুটা হলেও শক্তি হারাবে। আগামী তিনদিন তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পূর্ব ভারতে বিহার ওড়িশা-সহ রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আগামী দু'দিনের। তারপর তিন থেকে চার দিন একই রকম থাকবে আবহাওয়া।
advertisement
9/11
মধ্য ভারতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, তবে গুজরাটে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আগামী ৩-৪ দিনে বাড়তে পারে।
মধ্য ভারতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, তবে গুজরাটে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আগামী ৩-৪ দিনে বাড়তে পারে।
advertisement
10/11
ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন কখনও ঘন কুয়াশা, কখনও অতি ঘন কুয়াশার সতর্কতা।
ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন কখনও ঘন কুয়াশা, কখনও অতি ঘন কুয়াশার সতর্কতা।
advertisement
11/11
রাজস্থানে গ্রাউন্ড ফ্রস্ট এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকলেও উত্তর-পশ্চিম ভারতের বাকি অংশে শৈত্য প্রবাহের প্রভাব কমবে। ২৪ ঘণ্টা পর থেকে রাজধানী দিল্লিতেও আবহাওয়ার পরিবর্তন হবে, শৈত্য প্রবাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। তবে ঘন কুয়াশার চাদর থাকবে আগামী বেশ কয়েকদিন দিল্লিতে।
রাজস্থানে গ্রাউন্ড ফ্রস্ট এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকলেও উত্তর-পশ্চিম ভারতের বাকি অংশে শৈত্য প্রবাহের প্রভাব কমবে। ২৪ ঘণ্টা পর থেকে রাজধানী দিল্লিতেও আবহাওয়ার পরিবর্তন হবে, শৈত্য প্রবাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। তবে ঘন কুয়াশার চাদর থাকবে আগামী বেশ কয়েকদিন দিল্লিতে।
advertisement
advertisement
advertisement