Onion: পেঁয়াজ চাষে রাজ্য়ের চাষিদের উৎসাহ, বড় উদ্য়োগ বর্ধমানে! নিয়ন্ত্রণে থাকবে দামও
- Published by:Debamoy Ghosh
- Written by:Saradindu Ghosh
Last Updated:
আমাদের রাজ্যে পেঁয়াজের উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় তা নেহাতই কম।
#বর্ধমান: বাড়তি পেঁয়াজ জলের দরে বিক্রি করে দেওয়ার দিন শেষ। এলাকায় এলাকায় পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ জন্য কৃষকদের আকর্ষণীয় আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য চাষিদের কমপক্ষে এক বিঘা জমি থাকতে হবে। দলিল, পর্চা সহ আবেদন করতে হবে।
এ ধরনের সংরক্ষণ কেন্দ্র তৈরিতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা খরচ হয়। সরকার ৮৭ হাজার ৫০০ টাকা দেবে। বাকিটা কৃষকদের দিতে হবে। প্রতিটি কেন্দ্রে ২৫ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ রাখা যাবে।
advertisement
পূর্ব বর্ধমান জেলার কালনায় অনেকেই এই ধরনের পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র গড়েছেন। সেই সংখ্যা আরও বাড়াতে উদ্যোগী সরকার। উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য পেঁয়াজ চাষে স্বনির্ভরশীল হতে চাইছে। সেই কারণে চাষিদের বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন জেলায় আগের তুলনায় পেঁয়াজ চাষ অনেক বেড়েছে। বর্ষাকালীন পেঁয়াজ চাষের এলাকাও বেড়েছে। পূর্ব বর্ধমানের কালনা মহকুমাতেও এই চাষ বেড়েছে।পূর্ব বর্ধমান জেলায় ৩১৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। ৫২ হাজার ৬৪০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়।
advertisement
আমাদের রাজ্যে পেঁয়াজের উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় তা নেহাতই কম। বছরের বেশিরভাগ সময় বাইরের রাজ্য থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। পেঁয়াজ সংরক্ষণ করা গেলে বেশিদিন তা রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: নির্দেশ অমান্য করে বিদেশ ভ্রমণে, শোকজের চিঠি ধরানো হল কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসককে
পেঁয়াজ সংরক্ষণের তেমন পরিকাঠামো না থাকায় চাষিরা সমস্যায় পড়েন। মাঠ থেকে পেঁয়াজ তুলে অল্প দামে তা বিক্রি করে দিতে তাঁরা বাধ্য হন। বাড়িতে বেশিদিন পেঁয়াজ রাখা যায় না। কিন্তু এই সংরক্ষণ কেন্দ্রগুলিতে তাঁরা চার থেকে পাঁচ মাস পেঁয়াজ রাখতে পারবেন। অসময়ে পেঁয়াজের দামও ভাল পাবেন। অন্য়দিকে রাজ্য়েই পেঁয়াজ উৎপাদন বাড়লে ভিন রাজ্য়ের উপরে নির্ভরশীলতা কমবে। কমবে পরিবহণ খরচ। ফলে সুফল পাবেন গ্রাহকরাও।
advertisement
পূর্ব বর্ধমান জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক রাহুল ভট্টাচার্য বলেন, সংরক্ষণ কেন্দ্র কেমন হবে তার স্কেচ চাষিদের দেওয়া হবে। সেই মতোই তাঁদের ঘর তৈরি করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 7:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Onion: পেঁয়াজ চাষে রাজ্য়ের চাষিদের উৎসাহ, বড় উদ্য়োগ বর্ধমানে! নিয়ন্ত্রণে থাকবে দামও