Barrackpore money recovery: খড়দহে অধ্য়াপকের ফ্ল্য়াটে টাকার পাহাড়! রাতভর তল্লাশিতে মিলল ৩২ লক্ষ

Last Updated:

এই ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য় ছড়ায় খড়দহের নাথুপাল ঘাট রোডে। ওই অধ্য়াপক অথবা তাঁর পরিবারের কাউকে অবশ্য় আটক করেনি পুলিশ।

খড়দহে অধ্য়াপকের ফ্ল্য়াট থেকে উদ্ধার হওয়া টাকা।
খড়দহে অধ্য়াপকের ফ্ল্য়াট থেকে উদ্ধার হওয়া টাকা।
#অরুণ ঘোষ, ব্য়ারাকপুর: এবার ব্য়ারাকপুরের খড়দহে টাকার পাহাড়! অধ্য়াপকের ফ্ল্য়াট থেকে উদ্ধার হল নগদ ৩২ লক্ষ টাকা। ব্য়ারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং খড়দহ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য় ছড়ায় খড়দহের নাথুপাল ঘাট রোডে। ওই অধ্য়াপক অথবা তাঁর পরিবারের কাউকে অবশ্য় আটক করেনি পুলিশ। তবে পুলিশের অনুমতি না নিয়ে তিনি বাইরে কোথাও যেতে পারবেন না। ওই অধ্য়াপককে জিজ্ঞাসাবাদ করে অন্য়ত্রও অভিযান চালাবে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা নিতেন ওই অধ্য়াপক। সেই টাকাই রাখা ছিল ফ্ল্য়াটে। টাকার বেশিরভাগটাই ছিল ২০০০ টাকার নোটে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, গত প্রায় আড়াই বছর ধরে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে খড়দহের ওই ফ্ল্য়াটে থাকতেন ওই অধ্য়াপক। কিন্তু কোনওদিন সন্দেহভাজন কিছু কারও চোখে পড়েনি। ফলে গতকাল অধ্য়াপকের বাড়িতে পুলিশি হানায় প্রতিবেশীরাও অবাক হয়ে যান।
advertisement
সূত্রের খবর, ওই অধ্য়াপকের ফ্ল্য়াটে বিপুল অঙ্কের নগদ রয়েছে, এমন খবর ছিল গোয়েন্দাদের কাছে। তল্লাশির সময়ই ফ্ল্য়াটের ভিতর থেকে বিপুল পরিমাণ নগদের হদিশ পায় পুলিশ। টাকা গোনার জন্য় ব্য়াঙ্ক কর্মীদের আনা হয়। শেষ পর্যন্ত ৩২ লক্ষ টাকা উদ্ধার হয় বলে খবর। পুলিশ সূত্রে আরও খবর, মোটা টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দেওয়ার জন্য় এবং পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে তার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বের করে দেওয়ার নামেও টাকা নিতেন ওই অধ্য়াপক।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barrackpore money recovery: খড়দহে অধ্য়াপকের ফ্ল্য়াটে টাকার পাহাড়! রাতভর তল্লাশিতে মিলল ৩২ লক্ষ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement