Howrah: 'তৃণমূল ওষুধের কোম্পানি, আমরা মেডিক্য়াল রিপ্রেজেন্টেটিভ!' বললেন হাওড়ার তৃণমূল বিধায়ক

Last Updated:

দিদির সুরক্ষাকবচ কর্মসূচির অংশ হিসেবেই সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন দলের বিধায়ক সহ জনপ্রতিনিধিরা।

উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী।
উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী।
#হাওড়া: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার বারই তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট কোম্পানি বলে কটাক্ষ করে থাকেন। এবার তৃণমূলের এক বিধায়কই শাসক দলের সঙ্গে ওষুধ সংস্থার সঙ্গে তুলনা করলেন। এমন কি, বিধায়ক সহ দলের নেতাদের বললেন মেডিক্য়াল রিপ্রেজেন্টেটিভ।
তৃণমূলের নতুন কর্মসূচি দিদির সুরক্ষাকবচের উদ্বোধন করতে গিয়েই এমন দাবি করলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। যদিও তৃণমূল বিধায়ক অবশ্য় দলনেত্রীর প্রশংসা করতে গিয়েই এমন তুলনা টেনেছেন।
আরও পড়ুন: 'ওঁর কথায় কেউ আস্থা রাখে? বিশ্বাস করে?', বিস্ফোরক দিলীপ ঘোষ, নিশানা করলেন কাকে?
advertisement
দিদির সুরক্ষাকবচ কর্মসূচির অংশ হিসেবেই সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন দলের বিধায়ক সহ জনপ্রতিনিধিরা। এ দিন উত্তর হাওড়া বিধানসভা এলাকাতেও সাংবাদিক বৈঠক করে সেই কর্মসূচির সূচনা করেন বিধায়ক গৌতম চৌধুরী। সেখানেই তিনি বলেন, 'মাথার উপরে মমতা বন্দ্য়োপাধ্য়ায় রয়েছেন। এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে বাংলা চলছে। আমরা কিচ্ছু নই। আমাদের বিধায়ক, পদাধিকারীরা কিছুই নই। আমার ডাক্তারখানায় ওষুধের সংস্থার রিপ্রেজেন্টেটিভ। আমাদের কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস, ব্র্য়ান্ড মমতা বন্দ্য়োপাধ্য়ায়।'
advertisement
তৃণমূল বিধায়ক এর পরে আরও বলেন, 'আমাদের নেত্রীকে তাঁকে দেখে ইতিহাস তৈরি হবে। আগামী দিন ক্লাস ফাইভ-সিক্সের ছেলেমেয়েরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথা ইতিহাস বইতে পড়বে।' তাঁর আরও অভিযোগ, বিজেপি-তেই বরং সবকিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতেই হয়। সেখানেও অন্য় কারও মত গুরুত্ব পায় না।
advertisement
এর আগেও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা দলনেত্রীর প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন। কেউ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার নেত্রীর মধ্য়ে ভগিনী নিবেদিতাকে খুঁজে পেয়েছেন। তৃণমূল নেতাদের এহেন মন্তব্য় নিয়ে বিতর্কও কম হয়নি। এবার খোদ তৃণমূল বিধায়কই দলের সঙ্গে বেসরকারি ওষুধ সংস্থার তুলনা টানলেন।
দলীয় বিধায়কের এই বক্তব্য় নিয়ে অবশ্য় দলের জেলা নেতারা কোনও মন্তব্য় করতে নারাজ। বিজেপি নেতৃত্বের বক্তব্য়, সত্য়িটা স্বীকারই করে ফেলেছেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: 'তৃণমূল ওষুধের কোম্পানি, আমরা মেডিক্য়াল রিপ্রেজেন্টেটিভ!' বললেন হাওড়ার তৃণমূল বিধায়ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement