পুজোর দিনই তৈরি হয় প্রতিমা, ৩০০ বছরের প্রাচীন বসিরহাটের সর্দার বাড়ির কালীপুজো

Last Updated:

ভোগে নিবেদন করা হয় বলির পাঁঠার মাংস

সরদার বাড়ির কালীপুজো
সরদার বাড়ির কালীপুজো
#রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ কৈজুরী সীমান্তের সর্দার বাড়ির পুজো সাড়ে তিনশো বছরে পা দিল। এখানে কালীপুজোর দিন-ই ঠাকুর তৈরি হয়, আগামিদিন বিসর্জন। এখনও ভোগে দেওয়া হয় বলি দেওয়া পাঁঠার কাঁচা মাংস। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নায়েব ছিলেন কামদেব সর্দার, এই বাড়ির সদস্য। সেই সুবাদে তাকে ১০০ বিঘা সম্পত্তি দান করেছিলেন রাজা। তারপর থেকে সর্দার-রা এখানে জমিদারি প্রথা শুরু করেন।
স্বর্গীয় কামদেব সর্দার দূর্গাপুজো করতে চেয়েছিলেন। কিন্তু স্বপ্নাদেশে কালীপুজো করার নিদান পান। শুরু হয় কালীর আরাধনা।  কালীপুজোর দিন-ই প্রতিমা তৈরি হয়। বলি দেওয়া হয় একে একে ৭০ টা পাঁঠা। সেই পাঁঠাবলির কাঁচা মাংস দেবীকে নিবেদন করা হয়। তারপর সম্পূর্ণ নিরামিষ রান্না গোটা গ্রামে বিতরণ করা হয়। আগে সর্দারবাড়ির পুজোর সূচনা হয়, তারপর এলাকার বাকি পুজো শুরু হয়। পুজোর পরদিন বাংলাদেশের সোনাই নদীতে বিসর্জন হয় কালী ঠাকুরের। এই বিসর্জন দেখতে দুই বাংলার দর্শনার্থীরা দু'পাড়ে ভিড় জমান। বসে মেলা । কাতারে কাতারে ভক্তের সমাগম হয় এই মেলায়।
advertisement
রুদ্র নারায়ণ রায়
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর দিনই তৈরি হয় প্রতিমা, ৩০০ বছরের প্রাচীন বসিরহাটের সর্দার বাড়ির কালীপুজো
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement