কলে জল নিচ্ছিলেন প্রতিবেশী... আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার দোতলা বাড়ি, সর্বনাশ!

Last Updated:

স্থানীয়দের দাবি, বাড়িটি বহুযুগ আগে তৈরি। বহুবার বলা সত্ত্বেও বাড়ির মালিক বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য কোনরকম ব্যবস্থা গ্রহণ করেননি।

+
ভাঙা

ভাঙা বাড়ি ছবি

বর্ধমান: বহু বাড়ির সামনেই লেখা থাকে বিপজ্জনক বাড়ি। তাও সব জেনে শুনে বৃষ্টির সময় তার নীচেই আশ্রয় নেন অনেকে। এর পরিণতি হতে পারে ভয়ঙ্কর। লাগাতার বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাচীন দোতলা বাড়ির একাংশ। ভেঙে পড়ার সময়কার ভিডিও স্থানীয়দের মোবাইল ক্যামেরা বন্দিও হল। আশার কথা, হতাহতের খবর নেই। পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নং ব্লকের হাটগোবিন্দপুরের বেনেপাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রমশ।
সূত্রের খবর, বাড়িটি চুনসড়কি দ্বারা নির্মিত। বাড়ির মালিক বর্তমানে ওই বাড়িতে থাকেন না, ফলে বহুদিন সেই হবে রক্ষণাবেক্ষণ হয় না বাড়ির বলে জানান স্থানীয়রা। তারপর বেশ কিছুদিন ধরেই লাগাতার বৃষ্টিপাত হচ্ছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। ফলে বুধবার সকালে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। আর সেই মুহূর্তের দৃশ্যই ক্যামেরাবন্দি করেন স্থানীয়রা।
advertisement
advertisement
আরও পড়ুনতাহলে কমিশনের গাফিলতি হাতেনাতে ধরব…’ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় ঘটনা! ঝড় তুলে দিলেন কপিল সিবাল! বিচারপতিরা যা জানিয়ে দিলেন…
স্থানীয়দের দাবি, বাড়িটি বহুযুগ আগে তৈরি। বহুবার বলা সত্ত্বেও বাড়ির মালিক বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য কোনরকম ব্যবস্থা গ্রহণ করেননি। বাড়িটি ভেঙে পড়ার মুহূর্তে সামনেই একটি কলে একজন জল নিচ্ছিলেন। বরাত জোরে রক্ষা পেয়েছেন তিনি। এমনকি এই রাস্তা দিয়ে স্কুলের গাড়ি ও যাতায়াত করে। আজ বিশেষ কারণবশত স্কুল ছুটি, তাই হয়তো কোন দুর্ঘটনা ঘটেনি- এমনটাই জানাচ্ছেন স্থানীয়েরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলে জল নিচ্ছিলেন প্রতিবেশী... আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার দোতলা বাড়ি, সর্বনাশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement