উত্তরপ্রদেশের আমরোহে ভয়াবহ পথ-দুর্ঘটনা, মৃত ২ বাঙালি- সহ ৪ চিকিৎসক! শোকাচ্ছন্ন বেলঘরিয়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অর্ণবের পরিবারের দাবি, তাঁদের ছেলে নেশা করে না। এমনকী গাড়িও চালাতে পারে না। ঘটনায় শোকের ছায়া বেলঘরিয়ার চক্রবর্তী পরিবারে।
সুবীর দে,বেলঘরিয়া: উত্তর প্রদেশে আমরোহে পথ দুর্ঘটনায় চারজন ডাক্তারের মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। দুর্ঘটনায় চার জন ডাক্তারের একজন বেলঘড়িয়া পুব পাড়ার। মৃত চিকিৎসকের নাম অর্নব চক্রবর্তী। উত্তর প্রদেশের এক বেসরকারি মেডিক্যাল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন তিনি। খবরে পরিবার এবং এলাকার সবাই বাকরুদ্ধ। শোকাছন্ন পুরো পাড়া। বাড়ি ফেরার কথা । কিন্তু পথ দুর্ঘটনায় এইভাবে মারা যাবে তা কেউ ভেবে উঠতে পারছেন না।
দুর্ঘটনায় মৃত ৪ চিকিৎসকের মধ্যে ১ জন পশ্চিমবঙ্গ, ১ জন ত্রিপুরার বাসিন্দা। গাড়ির ভিতরে আটকে ছিল ৪ চিকিৎসকের দেহ, খবর পুলিশ সূত্রে। গাড়িতে মদের বোতল ও চিপস পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে। দুর্ঘটনায় নিহত ৪ চিকিৎসক আমরোহার ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ২০২০ ব্যাচের ছাত্র।
advertisement
অর্ণবের পরিবারের দাবি, তাঁদের ছেলে নেশা করে না। এমনকী গাড়িও চালাতে পারে না। ঘটনায় শোকের ছায়া বেলঘরিয়ার চক্রবর্তী পরিবারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 04, 2025 2:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তরপ্রদেশের আমরোহে ভয়াবহ পথ-দুর্ঘটনা, মৃত ২ বাঙালি- সহ ৪ চিকিৎসক! শোকাচ্ছন্ন বেলঘরিয়া

