North 24 Parganas News: হুবহু অমিতাভ বচ্চন...! চেনেন এই দিনু বচ্চনকে? বছরের পর বছর ধরে যা করছেন ইনি, জানলে অবাক হবেন

Last Updated:

North 24 Parganas News: কয়েকদিন আগেই গিয়েছে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন।চেনেন দিনু বচ্চনকে! বনগাঁর এই অমিতাভ ভক্ত আজও বদলাননি চুলের কাটিং।

+
দীনু

দীনু বচ্চন 

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কয়েকদিন আগেই গিয়েছে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন। ‘রিশতে মে তো হাম তুমারে বাপ লাগতে হ্যায়, নাম হেয় শাহেনশাহ’ কিংবা ‘ডন কো পাকড়না মুশকিল হি নহি, নামুমকিন হ্যায়’— এই ডায়লগগুলো আজও ভেসে আসে দর্শকদের মনে। এই সুপারস্টারের অনুরাগী ছড়িয়ে আছেন শুধু দেশজুড়ে নয়, বিদেশেও।
অমিতাভ বচ্চনের তেমনই এক নিবেদিতপ্রাণ ভক্ত রয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ৬২ বছরের দীনবন্ধু মোদক, যিনি সকলের কাছে পরিচিত ‘দিনু বচ্চন’ নামেই। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল টান দিনুর। চেহারা ও চুলের স্টাইল পর্যন্ত মেলে ধরেছেন নিজের প্রিয় নায়ক অমিতাভের মতোই। এখনও পর্যন্ত চুলের কাটিং একবারও বদলাননি তিনি। তাঁর কথায়, তিনি চাইতেন, রাস্তায় হাঁটলে মানুষ বলবে  নায়ক যাচ্ছে। সেই স্বপ্ন পূর্ণ না হলেও মানুষ তাঁকে ভালবেসে ডাকে ‘দিনু বচ্চন’ বলেই।
advertisement
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
বর্তমানে ডেকরেটার্সের ব্যবসা করেন দিনু, পাশাপাশি টুকটাক কাজ করে চালিয়ে যাচ্ছেন সংসার। তাঁর অভিনয়যাত্রা শুরু পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে, প্রথমে যাত্রা ও থিয়েটারে, পরে ১৯৭৬ সালে পা রাখেন কলকাতার স্টুডিওপাড়ায়। ১৯৮০ সালে সুখেন দাসের সুপারিশে ‘পাপপুণ্য’ ছবিতে একটি গানে বাবুসাহেবের চরিত্রে অভিনয় করেন তিনি, পারিশ্রমিক পান ৫০০ টাকা। এরপর অর্জুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রেম যোদ্ধা’ এবং ১৯৮২ সালে ‘গীত সঙ্গীত’ ছবিতেও কাজ করেন দিনু বচ্চন। তবে বড়সড় সাফল্য আসেনি এখনও। তবুও গুরু অমিতাভ বচ্চনের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা আজও অটুট।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! বৃহস্পতির দুরন্ত চালে কপাল পুড়বে ২ রাশির, কালীপুজোর আগেই ভয়ঙ্কর বিপদ, আর্থিক সঙ্কটে জীবন ছারখার
প্রতি মাসে চুলের যত্ন ও স্টাইল বজায় রাখতে খরচ করেন তিনি। মাঝেমধ্যে চলচ্চিত্রে সুযোগ এলে অভিনয় করতেও রাজি হন, তবে এক শর্তে, নিজের হেয়ারস্টাইল কখনও বদলাবেন না। অমিতাভ বচ্চনের জন্ম মাসেও বনগাঁর রাস্তায় দেখা যাচ্ছে দিনুকে তাঁর সেই পরিচিত ‘শাহেনশাহ’ সাজে। মুখে অমিতাভের সংলাপ, চোখে সানগ্লাসে  ঢাকা স্বপ্ন – হয়তো একদিন তিনিও সিনেমার পর্দায় নিজের অভিনয়ের সুযোগেই হয়ে উঠবেন সকলের হিরো। সীমান্ত শহরে অমিতাভ অনুরাগী এই দিনু বচ্চন যেন ফুল অন এন্টারটেইনমেন্ট।
advertisement
Rudra Narayan Roy 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হুবহু অমিতাভ বচ্চন...! চেনেন এই দিনু বচ্চনকে? বছরের পর বছর ধরে যা করছেন ইনি, জানলে অবাক হবেন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement