Fruits Price Hike: ছট পুজো ঘিরে অগ্নিমূল্য ফল, হাত দিলেই ছ্যাঁকা! কোন কোন ফলের দাম আকাশছোঁয়া? কিনতে যাওয়ার আগে জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Fruits Price Hike: ছট পুজোর আবহে ফলের দাম ঊর্ধ্বমুখী। আখ, কলা, আনারস, লেবু, নারকেলের মতো ছট পুজোর অপরিহার্য ফলগুলির দাম এখন আকাশছোঁয়া।
পুরুলিয়া, শান্তনু দাসঃ ছট পুজো ঘিরে পুরুলিয়া জেলা জুড়ে জমে উঠেছে ফলের বাজার। কিন্তু এই উৎসবের আনন্দের মধ্যেই মধ্যবিত্ত ক্রেতাদের মাথায় হাত। কারণ ফলের দাম ঊর্ধ্বমুখী। আখ, কলা, আনারস, লেবু, নারকেলের মতো ছট পুজোর অপরিহার্য ফলগুলির দাম এখন আকাশছোঁয়া।
ছট পুজোর সময় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রঘুনাথপুর ও আদ্রা শহরের বাজারগুলিতেও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ফল, আখ ও পুজোর উপকরণ কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন অবাঙালি সম্প্রদায়ের মানুষজন। পুজো উপলক্ষ্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে যেন পা ফেলার জায়গা নেই।
আরও পড়ুনঃ বাঁদনা পরবে মাতল জঙ্গলমহল! ধামসা-মাদল বাজিয়ে গরু খুঁটা, কেন পালিত হয় এই উৎসব জানেন? দেখুন ঝলক
বাজারে ফল কিনতে আসা ক্রেতাদের কথায়, “প্রতি বছরই ছট পুজোর আগে ফলের দাম কিছুটা বাড়ে। কিন্তু এবার অনেকটা বেশিই বেড়েছে। তবুও উৎসবের আমেজে কেউই পিছিয়ে থাকতে চান না। সকলেই পুজোর সামগ্রী সংগ্রহ করতে ভোর থেকে বাজারে ছুটে আসছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে ফলের মূল্যবৃদ্ধির বিষয়ে বিক্রেতাদের দাবি, পরিবহণ খরচ বেড়ে যাওয়া এবং ফলের জোগান কম থাকায় দাম বেড়েছে। তবে দাম যতই বাড়ুক, উৎসবের আনন্দে তার কোনও ছোঁয়া নেই। ভক্তি ও আনন্দে মেতে উঠেছেন সকলে। ফল ও পুজোর উপকরণ কিনতে ভোর থেকে মানুষজন বাজারে ছুটে আসছেন। পুরুলিয়ার প্রতিটি হাট-বাজারে এখন একটাই দৃশ্য, হাতে ফলের ঝুড়ি, মুখে পুজোর গান ও চারদিকে ছট পুজোর আয়োজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 27, 2025 2:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fruits Price Hike: ছট পুজো ঘিরে অগ্নিমূল্য ফল, হাত দিলেই ছ্যাঁকা! কোন কোন ফলের দাম আকাশছোঁয়া? কিনতে যাওয়ার আগে জানুন
