Amazing Paper Pulp Craft: পুরানো খবরের কাগজ দিয়ে তৈরি হচ্ছে মুর্তি, দেখলে অবাক হবেন
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
পুরানো খবর কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর হাতের কাজ। এই শিল্পীর পেপার পাল্প আর্ট, দেখলে অবাক হবেন।
পশ্চিম মেদিনীপুর: প্রত্যন্ত গ্রামে জন্ম। ছোটবেলায় দাদার থেকে মেলে প্রাথমিক শিক্ষা। এরপর নিজের ইচ্ছেতেই চলে ছবি আঁকার কাজ। প্রথাগত ছবি আঁকার বদলে তিনি বরাবরই নিত্য নতুন শিল্পকলার সঙ্গে নিজেকে প্রকাশ করেছেন। ২০০৮ সালে করেছেন ক্র্যাফট ও ছবি আঁকার একটি বিশেষ কোর্স। এরপর নিজের ইচ্ছাতেই বিভিন্ন ধরনের ছবি আঁকা ও ক্র্যাফটের এর কাজ করেন তিনি। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে তিনি বানিয়ে তোলেন সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। ফুটিয়ে তোলেন নানান শিল্পকে। সম্প্রতি তার হাতে বানানো কিছু কাজ নজর কেড়েছে সকলের। সকলের কাছে মিলেছে প্রশংসাও। বরাবরই তিনি ভিন্নস্বাদের শিল্পকর্ম করতে ভালবাসেন। তার ফলস্বরূপ এই কাজ।
কথাই বলা হয় সকালের খবরের কাগজ বিকেলের ঠোঙ্গা। তবে সেই প্রচলিত ধারণা তিনি ভাবেননি। পুরানো খবরের কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। পুরানো খবরের কাগজ দিয়ে বিভিন্ন মানুষের অবয়ব, বিভিন্ন কাজকে ফুটিয়ে তুলেছেন তিনি। যেমন একটি মানুষ রিকশায় করে মাল টানছেন অথবা করোনা কালে পায়ে হেঁটে মানুষ বাড়ি ফিরছে, কিংবা আন্দোলনের রেপ্লিকা। এমন সব জিনিস তিনি ফুটিয়ে তুলেছেন খবরের কাগজ ব্যবহার করে।পুরানো খবরের কাগজকে বিভিন্ন পদ্ধতিতে এই বিশেষ ক্র্যাফটের জিনিস তৈরি করেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: খুদে ‘সেলিব্রিটি’ পড়ুয়া, ইউটিউবে মিলেছে প্রতিভার নমুনা, রাতারাতি ভাইরাল রাজদীপের ভিডিও আপনিও দেখুন
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বলভদ্রপুর এলাকার বাসিন্দা বরুণ সাহু। পেশাগতভাবে তিনি অন্য কাজ করলেও তার নেশা এবং ভালবাসা ছবি আঁকার প্রতি। নিত্য নতুন শিল্পকর্মের উদ্ভাবনী তার শখ। সম্প্রতি ২০০৮ সাল থেকে তিনি পেপার পাল্প ও ফেলে দেওয়া খবরের কাগজ দিয়ে তৈরি করেছেন বিভিন্ন জিনিস। খবরের কাগজকে জলে ভিজিয়ে তাকে একটি মণ্ড করে তার সঙ্গে আঠা মিশিয়ে একটি সরু তারের কাঠামোর উপর তা লাগিয়ে বিশেষ এই শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। এছাড়াও খবরের কাগজকে মুড়ে বিভিন্নভাবে তিনি তৈরি করেছেন অপর বেশ কিছু জিনিস। স্বাভাবিকভাবে শিল্পীর শিল্পকর্ম এবং তার নিত্যনতুন ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন আগামী যুব প্রজন্মকে দিয়েছেন বিশেষ বার্তা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 7:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amazing Paper Pulp Craft: পুরানো খবরের কাগজ দিয়ে তৈরি হচ্ছে মুর্তি, দেখলে অবাক হবেন