Amartya Sen: বিশ্বভারতী বনাম অমর্ত্য সেন মামলা উঠেছিল আদালতে! এমন কী ঘটল, পিছিয়ে গেল শুনানি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SUPRATIM DAS
Last Updated:
Amartya Sen: বিশ্বভারতী বনাম অমর্ত্য সেন মামলার শুনানি পিছোল বীরভূম জেলা আদালতে।
বোলপুর: বিশ্বভারতী বনাম অম্যর্ত সেন মামলার শুনানি পিছোল বীরভূম জেলা আদালতে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩০ মে দুপুর ২ টোয়। আজ সকাল ৯ টায় শুনানির কথা থাকলেও বিশ্বভারতীর আইনজীবী বীরভূম জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারকের কাছে আবেদন জানান, মহামান্য কলকাতা হাইকোর্ট যেহুতু সময় দিয়েছে শুনানির সময় দুপুর ২টোয় , তাই তাদের আরও কিছু আইনজীবী সময়ে আসতে পারবেন না। তাই দুপুর ২ টোয় শুনানি হোক।
কিন্তু বীরভূম জেলা আদালত এখন চলে ভোর সাড়ে ৫ টা থেকে বেলা সাড়ে ১১টা , তাই দুপুরে শুনানি সম্ভব নয় বলে জানিয়ে দেয় আদালত। পরে আগামিকাল সকাল ৯ টায় শুনানির নির্দেশ দেন বীরভূম জেলা আদালতের ভারপ্রাপ্ত বিচারক সরজিত মজুমদার। কিন্তু তাতে আপত্তি জানান, অর্মত্য সেনের আইনজীবী। যেহেতু এই মামলা বীরভূম জেলা আদালতের বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায়ের আওতায় রয়েছে , তাই তাঁরা তাঁর এজলাসেই শুনানি দাবি করেন। পাশাপাশি অর্মত্যর আইনজীবি আরও জানান, আগামিকালের শুনানির জন্য প্রয়োজনীয় কাগজ তাঁরা আনতে পারবেন না, তাই গরমের ছুটির পর শুনানির আবেদন করেন তাঁরা।
advertisement
advertisement
পরে বিচারক জানান, আগামী ৩০ মে দুপুর ২ টোয় এই মামলার শুনানি হবে বীরভূম জেলা আদালতে। ফলে অর্ম্যত্য সেনের জমি জট মামলার যে স্টে অর্ডার রয়েছে, সেই স্টে অর্ডারই থাকল। অর্মত্য সেনের আইনজীবী বলেন, “ওরা যেহেতু কতগুলি আপত্তি তুলেছে, তাই এই কম সময়ের মধ্যে আমাদের প্রত্যুত্তর দেওয়া সম্ভব না। তাই কাল আমরা অংশগ্রহণ করতে পারলাম না। আমরা কোর্টকে আবেদন করলাম ৩০ মে শুনানির জন্য। তাতে দুপক্ষই রাজি হয়েছে। আজ বিশ্বভারতী থেকে জানিয়েছে, হাইকোর্ট যেহেতু দুটোর সময় শুনানির সময় ঠিক করেছে, তাতে তাদের আইনজীবীরা ওই সময়ের মধ্যে আসতে পারবেন না। এবার যেহেতু এখানে সকালে কোর্ট চলছে, তাই এখানে তো আর কোর্টের সময় পাল্টানো যাবে না। কিন্তু আমরাও কলকাতা থেকে এসেছি তাই কোর্ট বিবেচনা করে শুনানি শুনল এবং পরবর্তী শুনানির দিন ৩০ মে নির্ধারণ করল।”
advertisement
বীরভূম জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানান, আজকে বিশ্বভারতী ও অম্যর্ত সেন মামলার শুনানি ছিল। যেহেতু এই মামলা বীরভূম জেলা আদালতের বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায়ের আওতায় রয়েছে, তাই তারা তাঁর এজলাসেই শুনানি দাবি করেন। পাশাপাশি অর্মত্যর আইনজীবী আরও জানায় আগামিকালের শুনানির জন্য প্রয়োজনীয় কাগজ তারা আনতে পারবেন না। তাই গরমের ছুটির পর শুনানির আবেদন করেন। পরে বিচারক জানান, আগামী ৩০ মে দুপুর ২ টোয় এই মামলার শুনানি হবে বীরভূম জেলা আদালতে । ফলে অর্মত্য সেনের জমি জট মামলার যে স্থগিতাদেশ রয়েছে, সেই স্থগিতাদেশই বজায় রইল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 7:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen: বিশ্বভারতী বনাম অমর্ত্য সেন মামলা উঠেছিল আদালতে! এমন কী ঘটল, পিছিয়ে গেল শুনানি