CBI | Scam: কলকাতার সিবিআই দফতরে শীর্ষ কর্তারা, বড় কিছু ঘটতে চলেছে? তোলপাড় বাংলা

Last Updated:

CBI | Scam: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে সিবিআই।

সিবিআইয়ের শীর্ষ বৈঠকে গুঞ্জন
সিবিআইয়ের শীর্ষ বৈঠকে গুঞ্জন
কলকাতা: নিজাম প্যালেসে সিবিআই দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক। দিল্লি থেকে এলেন অ্যাডিশনাল ডিরেক্টর ডিসি জৈন এবং জয়েন্ট ডিরেক্টর ডিএস শুক্লা। নিজাম প্যালেসে জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি-দের সঙ্গে নিয়োগ দুর্নীতি, গরু, কয়লা পাচারের মতো মামলা নিয়ে পর্যালাচনা বৈঠক করতে দিল্লি থেকে কলকাতা এসেছেন সিবিআইয়ের ওই দুই শীর্ষ কর্তা। বেলা ১২.১৫ মিনিট নাগাদ সিবিআই দফতরে তারা আসেন। বৈঠকে তদন্তকারী অফিসাররাও থাকবেন বলে সিবিআই সূত্রে খবর।
প্রসঙ্গত, ইডির পাশাপাশি শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে সিবিআই। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সাত জন সদস্যকে নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, সিবিআইয়ের তৈরি করা এই বিশেষ টাস্ক ১ জন এসপি ও ৩ জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। এর পাশাপাশি ২ জন ইন্সেপেক্টর ও ১ জন সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা এখন বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছেন। তাঁদের যত দ্রত সম্ভব তাঁদের নিজাম প্যালেসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার অফিসে যোগ দিতে বলা হয়েছে। সিবিআইয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৩০ মে অর্থাৎ আগামী দু’মাস তাঁদের নিজাম প্যালেসের অফিসে কাজ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
advertisement
ধীর গতিতে তদন্তের জন্য একাধিকবার আদালতে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। এর আগে আটজন অফিসার নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নতুন সাত জনের অন্তর্ভুক্তির ফলে এখন ১৫ জনের দল নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সিবিআই-এর কলকাতা দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI | Scam: কলকাতার সিবিআই দফতরে শীর্ষ কর্তারা, বড় কিছু ঘটতে চলেছে? তোলপাড় বাংলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement