Arijit Singh Look Alike: বসিরহাটে ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ সিং! সকলের ভুল ভাঙল মুহূর্তেই, এই ব্যক্তি আসলে কে? চমকে উঠবেন

Last Updated:

Arijit Singh Look Alike: হুবহু অরিজিৎ সিং! ভাইরাল এই ব্যক্তি আসলে কে?

+
title=

বসিরহাট: হুবহু অরিজিৎ সিং হিসেবে ভাইরাল এই ব্যক্তি আসলে কে জানেন! নেট দুনিয়ায় গত কয়েকদিন ধরে ঘোরাঘুরি করতে থাকে একটি ভিডিও, যেখানে এক ব্যক্তি গান গাইছেন। যাকে দেখতে অবিকল গায়ক অরিজিৎ সিং -এর মতোই। নেট দুনিয়ায় ভাইরাল অরজিৎ সিং-এর এই ভিডিও দেখে অনেকেই ধাঁধায় পড়েন। পরনে হালকা গোলাপি শার্ট, চোখে চশমা, মাথায় পাগড়ি পরে অরিজিৎ সিং-এর গানে লিপ দিচ্ছেন। মুখভঙ্গি করছেন অরিজিৎ সিং-এর অনুকরণেই। হঠাৎ যে কেউ এই ভিডিও দেখে অরিজিৎ সিং বলেই ভুল করবেন। যেন সেই একই হাসি, একই চাহনি, দাঁত, চোখ, মুখের গঠনও যেন অনেকটাই এক।
গায়ক অরিজিৎ সিং-কে চেনেন না, এমন মানুষ গোটা দেশে খুঁজে পাওয়া মুশকিল। তাঁর সুরেলা কণ্ঠে মজে আট থেকে আশি, কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। নিজের গানে এবং সুরের জাদুতে সবাইকে চমকে দিয়েছেন অরিজিৎ সিং। মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। আজ তাঁকে সকলেই জিয়াগঞ্জের ভূমিপুত্র বলেই সম্বোধন করে থাকেন। তবে নেট পাড়ায় ভাইরাল হওয়া সেই নকল অরিজিৎ-সিং এর বাড়িও বাংলাতেই।
advertisement
advertisement
তিনি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বসিরহাট পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের থলতিথার বাসিন্দা। যার আসল নাম প্রদীপ্ত ঘোষ। পেশায় তিনি বসিরহাটে টোল ট্যাক্সে কাজ করেন। তবে কয়েক সেকেন্ডের ভিডিও এভাবে ভাইরাল হয়ে যাওয়াই খুশি নকল অরজিৎ সিং।
advertisement
তিনি জানান, “আমিও অরিজিৎ সিং-এর খুব বড় ফ্যান। তাঁকে অনুসরণ করে আমি গানের সঙ্গে লিপ্সিং করে ইউটিউবে ভিডিও আপলোড করি। সেটা এতটা ভাইরাল হবে ভাবতে পারিনি।” তবে অরজিৎ সিং -এর হুবহু দেখতে বসিরহাটের এই যুবক’কে রাস্তাঘাটে দেখে অনেকেই অভিজিৎ সিং ভেবে ভুল করেন। তবে, অনেকেই তাঁকে দেখে সেলফি তুলতেও ভুল করেন না। সব মিলিয়ে সব মিলিয়ে নেট পাড়ার ভাইরাল নকল অরিজিৎ সিং এখন দারুণ চর্চায়।
advertisement
——জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arijit Singh Look Alike: বসিরহাটে ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ সিং! সকলের ভুল ভাঙল মুহূর্তেই, এই ব্যক্তি আসলে কে? চমকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement