Amartya Sen: রায় গেল অর্মত্য সেনের পক্ষেই, জমি বিতর্কে বিশ্বভারতীর বিতর্কিত নোটিস খারিজ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Amartya Sen: মাত্র ১৩ ডেসিমাল জমি নিয়ে বিশ্বভারতীর সঙ্গে ‘বিবাদ’ বেঁধেছিল অমর্ত্য সেনের।
বোলুপুর: বিশ্বভারতীর সঙ্গে নোবেলজয়ী অর্মত্য সেনের জমি মামলায় রায় গেল অর্মত্য সেনের পক্ষেই। জমি দখল মামলায় অর্মত্য সেনের পক্ষে গেল সিউড়ির জেলা আদালতের রায়। বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা অর্মত্য সেন দখল করে আছে, এমনই অভিযোগ তুলে উচ্ছেদের নোটিস জারি করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
যা নিয়ে রাজ্য রাজনীতি তপ্ত হয়ে ওঠে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। আজ সিউড়িতে জেলা আদালত বিশ্বভারতীর নোটিস খারিজ করে দেয়। ফলে কার্যত জয় হল অর্মত্য সেনের।
advertisement
মাত্র ১৩ ডেসিমাল জমি নিয়ে বিশ্বভারতীর সঙ্গে ‘বিবাদ’ বেঁধেছিল অমর্ত্য সেনের। সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অমর্ত্য সেন। বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা করে জানিয়েছিলেন, তাঁকে ‘অপমান’ করা খুব সহজ নয়। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়ির সীমানাবর্তী জমি নিয়ে বিতর্ক তৈরি হয়।
advertisement
বিশ্বভারতী বারবার দাবি করে এসেছে, ১.৩৮ একর নয়, ১.২৫ একর জমি লিজ দেওয়া হয়েছিল অমর্ত্যের প্রয়াত বাবা আশুতোষ সেনকে। বাকি ১৩ ডেসিমাল জমি অমর্ত্য ‘জবরদখল’ করে আছেন বলে বিশ্বভারতীর দাবি। যদিও ১.৩৮ একর জমিই অমর্ত্যের নামে মিউটেশন করা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছিল। বিশ্বভারতী জমি দখলের অভিযোগ তুলে চিঠি দেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ‘প্রতীচী’তে এসে তাঁর হাতে জমির নথি তুলে দেন। এবার সেই জমি নিয়েই কার্যত জয় পেলেন অমর্ত্য সেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 1:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen: রায় গেল অর্মত্য সেনের পক্ষেই, জমি বিতর্কে বিশ্বভারতীর বিতর্কিত নোটিস খারিজ!