Mamata Banerjee: 'ওঁর পরিবার যদি ভোটে দাঁড়ায়...', মালদহে কার কথা তুললেন মমতা? তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: আসন্ন লোকসভা নির্বাচনের আগে মালদহ জেলায় আজ সভা করেন মুখ্যমন্ত্রী। এর আগে চলতি মাসেই লোকসভা ভোটের প্রস্তুতি হিসাবে, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে করেছিলেন তিনি।
কলকাতা: কংগ্রেসের সঙ্গে পারস্পরিক সম্পর্কের নিরিখে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না তৃণমূলের৷ আর এই গোটা তিক্ততার কারণ হিসাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকেই আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব৷ এদিন মুর্শিদাবাদের পাশের জেলা মালদহে সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখান থেকেই তিনি বললেন, পরপর দুটো সিটে কংগ্রেস জিতেছে। কী করেছে কংগ্রেস এখানে, বলুন তো আপনারা। বরকত দা কংগ্রেসের জন্য করেছেন। তারপর কী করেছে? ওঁর পরিবার ভোট দাঁড়াবে নাকি সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কংগ্রেস সিপিআইএম-এর হাত মিলিয়ে বিজেপিকে শক্তিশালী করছে।”
আসন্ন লোকসভা নির্বাচনের আগে মালদহ জেলায় আজ সভা করেন মুখ্যমন্ত্রী। এর আগে চলতি মাসেই লোকসভা ভোটের প্রস্তুতি হিসাবে বিভিন্ন জেলার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে করেছিলেন তিনি। কালীঘাটে তাঁর বাড়িতেই হয়েছিল এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
advertisement
advertisement
এই বৈঠকে লোকসভা নির্বাচনে বাংলার জোট নিয়ে আলোচনা হয়েছিল। কার্যত এই বৈঠক থেকেই মমতা বন্দোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন কংগ্রেসের সাথে রাজ্যে কোনও জোট করবে না তৃণমূল। এমনকি, অধীর চৌধুরী যে কোনও ফ্যাক্টর নয়, তা-ও পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তিনি।
advertisement
এদিন মালদহ থেকে সরকারি নানা প্রকল্পের কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”বৃষ্টি হয়েছিল অসময়ে। তার জন্য আমরা ১২৫ কোটি টাকা দিচ্ছি চাষের জন্য। আরও ১৩ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ১০ লক্ষ মানুষ পাবেন বার্ধক্য ভাতার টাকা। ১ লক্ষ ৪ হাজার মহিলা পাবেন বিধবা ভাতা। আমি দেখতে চাই কন্যাশ্রী ১ কোটি ছাড়িয়ে যাক। আমরা আরও একটা প্রোগ্রাম শুরু করেছি যোগ্যশ্রী।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 1:10 PM IST