Amartya Sen: এবার বিশ্বভারতীর বিরুদ্ধে আদালতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

Last Updated:

Amartya Sen: এবার বিশ্বভারতীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অমর্ত্য সেন। 'বিশ্বভারতী তাঁকে উচ্ছেদ করতে চাইছে', এই অভিযোগে অবশেষ সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করলেন তিনি। আগামী ১৫ মে এই মামলার শুনানি।

অমর্ত্য সেন
অমর্ত্য সেন
বীরভূম: এবার বিশ্বভারতীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অমর্ত্য সেন। 'বিশ্বভারতী তাঁকে উচ্ছেদ করতে চাইছে', এই অভিযোগে অবশেষ সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করলেন তিনি। আগামী ১৫মে এই মামলার শুনানি। যদিও, ৬ মে অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে বিশ্বভারতীর ১৩ দশক অতিরিক্ত জমি ঢুকে রয়েছে৷ এই অভিযোগ তুলে একাধিকবার অমর্ত্য সেনকে জমি দখলকারী, জমি কব্জাকারী উল্লেখ করে জমি ফেরত চেয়ে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি, বিভিন্ন সংবাদমাধ্যমে বা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বেনজিরভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।
advertisement
advertisement
নিন্দা উপেক্ষা করেই অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দিয়ে তাঁর 'প্রতীচী' বাড়ির গেটে নোটিশ আটকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ৬ মের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ বল প্রয়োগ করবে, এমনও হুঁশিয়ারি নোটিশ দেওয়া হয়েছে অধ্যাপক সেনকে।
advertisement
অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে উপাচার্য, কর্মসচিব-সহ জনসংযোগ আধিকারিককে 'দেশদ্রোহী' উল্লেখ করে শান্তিনিকেতনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ছাত্রী তৃষা রানী ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালটা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, অমর্ত্য সেনের বাড়ি ভাঙা হলে তিনি ধরনায় বসবেন। এই নিয়ে অমর্ত্য সেনের পক্ষে আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, "আমরা সিউড়ি জর্জ কোটে একটা আবেদন করেছি৷ ১৫ মে শুনানির দিন দিয়েছেন বিচারক।"
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen: এবার বিশ্বভারতীর বিরুদ্ধে আদালতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement