Birbhum news: বিকল্প মেলা কোন মাঠে? চলছে টানাপোড়েন

Last Updated:

দীর্ঘ চার বছর থেকে বন্ধ পুর্বপল্লির মাঠের পৌষ মেলা,তবে বিকল্প পৌষ মেলা কোন মাঠে হবে! চিন্তায় ব্যবসায়ীরা

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বীরভূম: কয়েকদিন আগেই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়।এর পরেই নতুন উপাচার্য পদে দায়িত্ব পান সঞ্জয় কুমার মল্লিক।আর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার কথা শুনেই সবাই ভেবেছিল ৪ বছর থেকে বন্ধ হয়ে থাকা ঐতিহ্যবাহী বোলপুর শান্তিনিকেতনের পৌষমেলা এই বার হবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় সময় কম থাকার কারণে এত বড় মেলার আয়োজন করা আর সম্ভব নয়। তবে গত বছরের মত বিকল্প পৌষমেলা হচ্ছেই।
প্রসঙ্গত গত শুক্রবার বৈঠকের পর বীরভূম জেলা প্রশাসন সূত্রে পরিষ্কার ভাবে ঘোষণা করা হয়েছে এই কথা। তবে কোথায় হবে মেলা সেই নিয়ে চলছে টানাপোড়েন।আদতে বিশ্বভারতী পূর্বপল্লির মাঠ দেয় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে সবাই।বিশ্বভারতী মাঠ দিলে সেই মাঠেই হবে বিকল্প পৌষ মেলা।বিশ্বভারতী মাঠ না দিলে বিকল্প মেলা হবে বোলপুর ডাক বাংলা ময়দানে।
advertisement
আরও পড়ুন Sodium Potassium Balance: ডায়বেটিসের যম, সোডিয়াম এবং পটাসিয়ামের ভারসাম্যও নষ্ট হতে দেবে না! নারকেল জল খান নিয়মিত
তবে এই বছর বোলপুর পুরসভার হাত থেকে দায়িত্ব নিয়েছে বীরভূম জেলা প্রশাসন।কারণ গতবছর বোলপুরের বিকল্প মেলায় পুরসভার দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।সেই ক্ষেত্রে আর্থিক অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ উঠেছিল স্টল বণ্টন এর ক্ষেত্রে।
advertisement
advertisement
আরও পড়ুন Dogs Marriage Dress: কুকুরের বিয়েতে ডিজাইনার পোশাক কেনার চল! মিলছে পোষ্যের শেরওয়ানি থেকে আধুনিক ড্রেস
এই বছর বিকল্প পৌষ মেলাকে অভিযোগ মুক্ত করতে বীরভূম জেলা প্রশাসনের এই উদ্যোগ।বিকল্প মেলা হলেও অনেক ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে না।তাদের দাবি এই বিকল্প মেলা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত অবস্থা।ছোট করে মেলার আয়োজন করা হলে তেমন ভাবে লাভ হয়না ব্যাবসায়।তবে সর্বোপরি এখন দেখার বিষয় কোন মাঠে মেলার আয়োজন করা হয়।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news: বিকল্প মেলা কোন মাঠে? চলছে টানাপোড়েন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement