Optical Illusion: ছবিতে প্রথমেই কী দেখলেন? ছোট্ট উত্তরেই জানা যাবে আপনি কেমন মানুষ! একবার ট্রাই করেই দেখুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Optical Illusion: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম এখন আর অজানা কোনও বিষয় নয়। একটি ছবি বা ভিডিও—যা একই সঙ্গে ভিন্ন ভিন্ন মানুষের চোখে ভিন্ন অর্থ বহন করে—এই নিয়েই কৌতূহল বাড়ছে নেটদুনিয়ায়।
চোখের ধাঁধায় লুকিয়ে ব্যক্তিত্বের ইঙ্গিত! আপনি প্রথমে কাকে দেখলেন—বৃদ্ধ না নারী?
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম এখন আর অজানা কোনও বিষয় নয়। একটি ছবি বা ভিডিও—যা একই সঙ্গে ভিন্ন ভিন্ন মানুষের চোখে ভিন্ন অর্থ বহন করে—এই নিয়েই কৌতূহল বাড়ছে নেটদুনিয়ায়।
বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মের কাছে অপটিক্যাল ইলিউশন মানেই মজা আর চ্যালেঞ্জ। ছবি দেখেই সমাধান খোঁজার তাগিদে যেমন মস্তিষ্কের সৃজনশীলতা বাড়ে, তেমনই পরীক্ষিত হয় দৃষ্টিশক্তিও। সম্প্রতি এমনই একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে, যেখানে কেউ দেখছেন একজন নারী, আবার কারও চোখে ধরা পড়ছে একজন বৃদ্ধ।
advertisement
advertisement
মজার বিষয় হলো, এই ছবিটি নাকি শুধু দৃষ্টিভ্রম নয়—লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিত্বের ইঙ্গিতও।
দৃষ্টিভ্রম আর মনস্তত্ত্বের সম্পর্ক
দৃষ্টিভ্রমের ধারণা নতুন নয়। আমাদের চোখ ও মস্তিষ্কের সমন্বয় কখনও কখনও এমনভাবে কাজ করে, যা বিভ্রান্তি তৈরি করে। তবে মনোবিজ্ঞানীদের মতে, কিছু নির্দিষ্ট ছবি মানুষের মানসিক প্রবণতা, ভাবনাচিন্তা এমনকি ব্যক্তিত্ব সম্পর্কেও ইঙ্গিত দিতে পারে।
advertisement
ভাইরাল হওয়া এই ছবিটিও ঠিক তেমনই। অনেকেই একে নিছক বিনোদন হিসেবে দেখলেও, মনোবিজ্ঞানের দৃষ্টিতে এর ব্যাখ্যা আলাদা।
যদি প্রথমে একজন বৃদ্ধকে দেখেন
আপনি যদি ছবিটি দেখামাত্র একজন বৃদ্ধকে দেখতে পান, তবে ধরে নেওয়া হয় আপনি একজন সংবেদনশীল ও অনুভবশীল মানুষ। অন্যের আবেগ ও অনুভূতি বোঝার ক্ষেত্রে আপনি বেশ দক্ষ।
advertisement
মনোবিজ্ঞানীদের মতে, এমন মানুষেরা মস্তিষ্কের ডান দিক বেশি ব্যবহার করেন। এই অংশটি সৃজনশীলতার সঙ্গে যুক্ত। তাই শিল্প, সাহিত্য বা সৃজনশীল কাজে আপনার স্বাভাবিক ঝোঁক থাকতে পারে।
যদি প্রথমে একজন নারীকে দেখেন
আর আপনি যদি প্রথমেই নারীর মুখ দেখতে পান, তাহলে আপনি তুলনামূলকভাবে বেশি বিশ্লেষণধর্মী ও চিন্তাশীল। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি হিসেব-নিকেশ করতে পছন্দ করেন।
advertisement
এক্ষেত্রে মস্তিষ্কের বাম অংশ বেশি সক্রিয় থাকে বলে মনে করা হয়, যা যুক্তি ও বিশ্লেষণের সঙ্গে সম্পর্কিত। তবে মনোবিজ্ঞানীদের পরামর্শ—এই ঠাণ্ডা, বাস্তববাদী চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে মানুষের প্রতি বিশ্বাস, সহমর্মিতা এবং একটি ভালো পৃথিবীর স্বপ্ন দেখার মানসিকতাও ধরে রাখুন।
কেন এত জনপ্রিয় ইলিউশনভিত্তিক কুইজ?
অপটিক্যাল ইলিউশন বা সাইকোলজিক্যাল কুইজ সোশ্যাল মিডিয়ায় এত জনপ্রিয় হওয়ার কারণ একটাই—এগুলো শুধু বিনোদন দেয় না, নিজের সম্পর্কে নতুন করে ভাবার সুযোগও করে দেয়।
advertisement
মনোবিজ্ঞানীরা বলেন, “যখন আমাদের মস্তিষ্ক কোনও অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক ছবি দেখে, তখন যে উপাদানটি আগে শনাক্ত হয়, সেটিই আমাদের মানসিক অগ্রাধিকার বা প্রবণতার ইঙ্গিত দেয়।”
ছবিটি দেখে আপনি কী দেখলেন—একজন বৃদ্ধ, না একজন নারী?
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছবিতে প্রথমেই কী দেখলেন? ছোট্ট উত্তরেই জানা যাবে আপনি কেমন মানুষ! একবার ট্রাই করেই দেখুন










