লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ! গ্রুপ সি-তে চাকরি দেওয়ার নামে গ্রেফতার ১
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের হাতে গ্রেফতার রাজীব দাস নামে হুগলির এক বাসিন্দা।
কলকাতা: স্বাস্থ্য ভবনে গ্ৰুপ সিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের হাতে গ্রেফতার রাজীব দাস নামে হুগলির এক বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জুন মাসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। সূত্রের খবর এই রাজীব দাস নিজেকে স্বাস্থ্য ভবনের কর্মী পরিচয় দিয়ে এক যুবককে স্বাস্থ্য ভবনে গ্রুপ সিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে নেয়। এর পাশাপাশি তাকে একটি অ্যাপয়েনমেন্ট লেটার দেওয়া হয়। ছুটি নিয়ে স্বাস্থ্য ভবনে গেলে জানতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি নকল। এরপরেই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এই রাজীব দাসকে গ্রেফতার করা হয়।
advertisement
আরও পড়ুন: মুহূর্তে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, তোলপাড় হবে বাংলার ৭ জেলা! আবহাওয়ার বড় আপডেট
বৃহস্পতিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 12:10 PM IST