Agnimitra Paul: আসানসোলে অগ্নিমিত্রার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কড়া নির্দেশ দিল কমিশন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Agnimitra Paul: পুলিশ মারফত অগ্নিমিত্রা পালকে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।
#আসানসোল: আসানসোল উপনির্বাচনের দিন নিরাপত্তারক্ষী নিয়েই বুথে ঢোকার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। এরপরই ওই গোটা ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অগ্নিমিত্রা পাল নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকতে পারবেন না। বিজেপি প্রার্থীকে এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। পুলিশ মারফত অগ্নিমিত্রা পালকে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।
এদিকে, বুথে পুলিশ ঢুকছে বলে পাল্টা অভিযোগ করেন অগ্নিমিত্রা পাল। সেই অভিযোগ নিয়েও রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ ভোট কেন্দ্রের ভেতরে, এই অভিযোগের প্রেক্ষিতে তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে রিপোর্ট চাইল কমিশন। পশ্চিম বর্ধমানের জেলা ইলেকশন অফিসারকে গোটা বিষয়টি দেখার নির্দেশ সিইও অফিসের।
advertisement
advertisement
এদিকে, ভোটের দিন শুরুতেই বিজেপি প্রার্থীর ফের হুঁশিয়ারি, ভোটের দিন তৃণমূল গন্ডগোল করতে এলে মারের বদলে পাল্টা মারের রাস্তাতেই হাঁটবেন বিজেপি কর্মীরাও৷ মঙ্গলবার সকালেই বাবা-মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী৷ আসানসোলের এলআইসি বুথে ভোট দেওয়ার পর বিভিন্ন বুথে ঘুরতে শুরু করেন তিনি৷
advertisement
প্রতিপক্ষ শত্রুঘ্ন সিনহার প্রসঙ্গে প্রশ্ন করতেই অগ্নিমিত্রা বলে ওঠেন, 'শত্রুঘ্ন সিনহা নয়, আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ শত্রুঘ্ন সিনহার রাজনীতিতে কী অবদান আছে? একটা মানুষ চার বার দল বদল করেছেন, তাই তাঁকে কেউ বিশ্বাস করেন না এখানে৷ গত একবছরে বিধায়ক হিসেবে আমি কতটা পরিশ্রম করেছি, আসানসোলের মানুষ তা দেখেছেন৷ আর মানুষ আমায় দেখে আমার উপরে ভরসা করবেন না, ভরসা করবেন নরেন্দ্র মোদিকে দেখে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2022 10:03 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agnimitra Paul: আসানসোলে অগ্নিমিত্রার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কড়া নির্দেশ দিল কমিশন