Hooghly News: অবসর নিলেন স্কুলের সব শিক্ষক শিক্ষিকা, হরিপালের ৮০ জন পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারে

Last Updated:

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল শিক্ষকের অভাবে। ঘটনায় শোরগোল হুগলি জেলার হরিপাল ব্লকের আশুতোষ গ্রাম পঞ্চাযেতের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে।

+
শিক্ষকের

শিক্ষকের অভাবে বন্ধ স্কুল

হুগলি: স্কুল ভবন আছে ছাত্র ছাত্রী আছে কিন্তু নেই শিক্ষক শিক্ষিকা । শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলশিক্ষকের অভাবে। কারণ স্কুলের সব শিক্ষক নাকি অবসর গ্রহণ করেছেন। যার ফলে সমস্যায় পড়ছেন অভিভাবকরা। এমনই ঘটনায় শোরগোল হুগলি জেলার হরিপাল ব্লকের আশুতোষ গ্রাম পঞ্চাযেতের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে ওই গ্রামেরই বিষ্ণুপুর শিশু শিক্ষা কেন্দ্র নামক একটি প্রাথমিক স্কুলে।
এই স্কুলে বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা ৮০ জন। আশপাশের ৪ টি গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশুনা করতে আসতেন। আর এখন বিপাকে পড়েছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা স্কুল বন্ধ হওয়ার কারণে। স্কুল বন্ধ হওয়ার আগে পর্যন্ত ১ জন শিক্ষিকা ছিলেন তাও আবার কয়েক দিন আগে অবসর গ্রহণ করেন। যার ফলে স্কুল থেকে টিসি লিখে দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা অন্য স্কুলে গিয়ে ভর্তি হতে পারে। অবসর প্রাপ্ত শিক্ষিকা পূর্ণিমা দাস তিনিও মেনে নিয়ে বলেন এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ করা দরকার। তা নাহলে এই ছোট ছোট ছাত্র ছাত্রীরা কোথায় যাবে এবং তাদের শিক্ষার ভবিষৎ সংশয় রয়েছে।
advertisement
advertisement
বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সুমিত সরকার জানান এই ঘটনাটি তার নজরে ইতিমধ্যেই এসেছে গ্রামবাসী তরফ থেকে লিখিত আবেদন জানানো হয়েছে যা তিনি সংশ্লিষ্ট ঊর্দ্ধতন দপ্তরে পাঠিয়ে দিয়েছেন যা আগামী দিনে খুব শীঘ্রই স্কুলে একজন শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করে স্কুল শুরু করা হবে বলেই তিনি দাবি করেছেন এবং তিনি নিজেও চান যে যেভাবে স্কুলে পড়াশোনা হচ্ছিল তা আগের মতো আবারও শুরু হোক। তবে এখন দেখার আগামী দিনে এই স্কুলের ভবিষ্যৎ কি হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যদিও এই স্কুল এস এস কে এর আওতায় তাই স্কুল পরিদর্শক জানিয়েছেন এস এস কে এর আওতায় থাকা রাজ্যের সমস্ত স্কুলই বন্ধ হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে।
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: অবসর নিলেন স্কুলের সব শিক্ষক শিক্ষিকা, হরিপালের ৮০ জন পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement