Hooghly News: মোবাইল ছেড়ে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে ফুটবল টুর্নামেন্ট
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
আট দলীয় এই ফুটবল টুর্নামেন্ট দেখতে এই দিন উপচে পড়ে ভিড়। রবিবার সকাল থেকেই শুরু হয় ফুটবল ম্যাচ
হুগলি: মোবাইল ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়া থেকে থেকে বেরিয়ে এসে বর্তমান প্রজন্মকে খেলার মাঠমুখী করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল হুগলির কোন্নগরের সম্মিলনী ক্লাব। দিবা-রাত্র ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের তরুণদের মাঠের প্রতি ভালবাসা তৈরির প্রচেষ্টা করা হচ্ছে বলে দাবি আয়োজকদের।
আট দলীয় এই ফুটবল টুর্নামেন্ট দেখতে এই দিন উপচে পড়ে ভিড়। রবিবার সকাল থেকেই শুরু হয় ফুটবল ম্যাচের আয়োজন। ৮ দলীয় এই ফুটবল নক আউট প্রতিযোগিতায় ছিল আমন্ত্রণমূলক। বিজেতাদের জন্য উইনার্স কাপ সহ ছিল নগদ পুরস্কার। সিক্স সাইট এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জেলার বিভিন্ন নামি ফুটবল সংস্থা। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ও বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়ের মধ্যে দিয়ে শেষ হয় একদিনের দিবারাত ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতা। খেলার শেষে উইনার্স টিম ও রানার্স টিমের জন্য নগদ পুরস্কার ছিল যথাক্রমে ৩০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে ক্লাবের এক সদস্য জানান, বর্তমানে সবাই ফোন ঘাঁটতে ব্যস্ত। এই নেশা থেকে বের করে অল্পবয়সীদের মাঠমুখী করার জন্য এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 9:08 PM IST









