South 24 Parganas News: সব থাকলেও শুধু নেই পড়ানোর লোক, শিক্ষকের অভাবে চার বছর ধরে বন্ধ স্কুল
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
১৯৬৯ সালে এই স্কুলটি সরকারি অনুমোদন পায়। পরে দোতালা ভবন নির্মাণ করা হয়। ক্লাসরুম, রান্নাঘর, শৌচালয়, পানীয় জলের নলকূপ সবই আছে এই স্কুলে। কিন্তু নেই কোনও শিক্ষক
দক্ষিণ ২৪ পরগনা: শিক্ষকের অভাবে চার বছর ধরে বন্ধ স্কুল। মথুরাপুর-২ ব্লকের অন্তর্গত কৌতলার বয়ারগদির ঘটনা। সেখানে শিক্ষকের অভাবে বয়ারগদি দুঃখের পোল জুনিয়র হাইস্কুলটি চার বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা অবিলম্বে স্কুলটি খোলার দাবিতে সরব হয়েছেন।
১৯৬৯ সালে এই স্কুলটি সরকারি অনুমোদন পায়। পরে দোতালা ভবন নির্মাণ করা হয়। ক্লাসরুম, রান্নাঘর, শৌচালয়, পানীয় জলের নলকূপ সবই আছে এই স্কুলে। কিন্তু নেই কোনও শিক্ষক। ফলে বন্ধ হয়ে পড়ে আছে। ২০১৬ সাল পর্যন্ত ৩ জন শিক্ষক ও প্রায় ১৭০ জন ছাত্রছাত্রী নিয়ে এই স্কুল চলত। ২০১৭ সালে প্রথম ১ জন শিক্ষক অবসর নেন। আরও একজন শিক্ষক কলেজে চাকরি পেয়ে চলে যান। এরপরও কোনরকমে স্কুল চালাচ্ছিলেন ১ জন শিক্ষক। কিন্তু ২০১৯ সালে তিনিও অবসর নিলে বন্ধ হয়ে যায় স্কুল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ফলে বাড়ির কাছে স্কুল থাকা স্বত্ত্বেও স্থানীয় ছেলেমেয়েদের দূরবর্তী স্কুলে পড়তে যেতে হয়। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ অভিভাবকরা। বিষয়টি প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে এবার অভিভাবকরা অবিলম্বে স্কুলটি খোলার দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 8:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সব থাকলেও শুধু নেই পড়ানোর লোক, শিক্ষকের অভাবে চার বছর ধরে বন্ধ স্কুল










