Abhishek Banerjee: রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক, সমাজমাধ্যমে জানালেন কারণও
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Abhishek Banerjee: দলকে লোকসভা নির্বাচনে অসাধারণ সাফল্য এনে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন অভিষেক। এ বার কিছু দিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি।
কলকাতা: কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তৃণমূলের সেনাপতি। দলকে লোকসভা নির্বাচনে অসাধারণ সাফল্য এনে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন অভিষেক। এ বার কিছু দিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি।
সমাজমাধ্যেমে এই বিরতির কারণও জানিয়েছেন তিনি। চিকিৎসার কারণে কয়েক দিনের জন্য রাজনীতি থেকে ছুটি নেবেন অভিষেক। তবে এই বিরতিতে তিনি কী করবেন তা-ও জানিয়েছেন। অভিষেক জানান, ছুটিতে সাধারণ মানুষের চাহিদার কথা ভাল ভাবে বোঝার চেষ্টা করবেন তিনি।
বুধবার এক্স হ্যান্ডেলে লোকসভা নির্বাচনে সাফল্যের কথা উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সঙ্গে তিনি লেখেন, ‘‘চিকিৎসার কারণে আমি ছোট বিরতি নেব। এই সময়টায় সাধারণ মানুষের চাহিদার কথা বোঝার একটা দারুণ সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, মানুষ যাতে ন্যায়বিচার পায় তার জন্য সর্বোতভাবে চেষ্টা করবে রাজ্য সরকার।’’
advertisement
advertisement
এদিন অভিষেক লিখেছেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু মানুষ তাকে জানিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে। একই সাথে সাধারণ মানুষ তাকে তাদের ১০০ দিনের কাজের অসুবিধার কথা বলেছিল। প্রসঙ্গত, ১০০ দিনের কাজ নিয়ে আন্দোলন তীব্র করে তৃণমূল কংগ্রেস। শুধু এই রাজ্যে নয়, দিল্লির দরবার অবধি সেই আন্দোলন গিয়েছিল। সাধারণ মানুষের টাকা আটকে রাখার জবাব মানুষ এই লোকসভা ভোটে দিয়েছে বলে উল্লেখ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, আবাস নিয়েও তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তারা রক্ষা করবেন।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তৃণমূল দুর্দান্ত ফল করেছে রাজ্যে। ৪২টা আসনে লড়াই করে ২৯টা আসন জিতেছে তৃণমূল। শুধু তাই নয় আসন সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডিয়া জোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তৃণমূলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2024 1:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক, সমাজমাধ্যমে জানালেন কারণও










