Birbhum Kolkata AC Bus Service : যাত্রা শুরু লাভপুর-কলকাতা শীতাতপ নিয়ন্ত্রিত বাসের, সাধারণ যাত্রীদের সঙ্গে সফর বিধায়কেরও

Last Updated:

Birbhum : লাভপুর-কলকাতা শীতাতপ নিয়ন্ত্রিত বাস (Air Conditioned bus service) উদ্বোধন হল

লাভপুর : শীতাতপ নিয়ন্ত্রিত বাস (Air Conditioned bus service) উদ্বোধন করে , সেই বাসে চেপে অন্যান্য যাত্রীদের সাথে কলকাতার উদ্দেশ্যে বৈঠকে যোগ দিতে রওনা দিলেন বীরভূমের (Birbhum) লাভপুরের (Labhpur) তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। বীরভূমের লাভপুর থেকে কলকাতা (Kolkata) যেতে হলে আগে পোহাতে হত অনেক ঝুঁকি। লাভপুর থেকে বাসে বা অন্য কোনও পরিবহণে আগে যেতে হত আমোদপুর, তারপর সেখান থেকে ধরতে হত কলকাতা যাওয়ার ট্রেন ৷ বা বাসে করে বর্ধমানে পৌঁছে সেখান থেকে কলকাতা । করোনা আবহে লাভপুরের বাসিন্দাদের এই সমস্যা আরও বেড়েছিল।
বীরভূমের লাভপুর থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর লাভপুরের বাসিন্দারা কলকাতা যাওয়ার এই সমস্যা তুলে ধরেছিলেন লাভপুরের বাসিন্দা অভিজিৎ সিনহার কাছে। অসুবিধা কাটাতে ২০ সেপ্টেম্বর ২০২১ , সোমবার বীরভূমের লাভপুর বাসস্ট্যান্ডে বিধায়ক অভিজিৎ সিনহার হাতে উদ্বোধন হল শীতাতপ নিয়ন্ত্রিত বাস। বাস উদ্বোধন করার আগে পুরোহিত দিয়ে ঘটে জল ভরে আয়োজন করা হয় পুজোর। পুজোর শেষ ওই জল বাসে ছিটিয়ে উদ্বোধন করা হয় বাসের।
advertisement
আরও পড়ুন : দৈত্যের মতো ঢেউ দিঘার সমুদ্রে, বৃষ্টিতে পোয়াবারো পর্যটকদের, দেখুন ছবিতে
উদ্বোধনের প্রথম দিনই কলকাতাগামী যাত্রীদের ভিড়ে ভর্তি লাভপুর-কলকাতা বাস । লাভপুরে এই বাস উদ্বোধনে খুশি লাভপুরের বাসিন্দারা। অন্যান্য যাত্রীদের সঙ্গে সেই দিন বিধায়ক অভিজিৎ সিনহা সেই বাসে করেই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। অভিজিত বাবু জানিয়েছেন তাঁর বিধায়ক এলাকার বাসিন্দাদের সঙ্গে একই বাসে ভ্রমণ করতে পেরে তিনি খুশি।
advertisement
advertisement
আরও পড়ুন : বৃষ্টিতে নদী কামারহাটি! প্যান্ট গুটিয়ে 'জলপথে' বিধায়ক মদন মিত্র, যা বললেন 'দাদা'...
স্থানীয় এক ব্যবসায়ীর কথায়, ‘‘কলকাতা থেকে জিনিস আনতে খুব সুবিধা হল এই বাস উদ্বোধন হওয়ায়। পাশাপাশি লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর বাড়ি বা হাসুলী বাঁক দেখতে এ বার পর্যটকরাও আসতে পারবে। শুধুমাত্র এই পরিবহণ ব্যবস্থা উন্নত হলেই এলাকার ছবিটাই বদলে যাবে বলে মতামত স্থানীয়দের। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক অভিজিত সিনহাকে। লাভপুরের বাসিন্দা এক বাউল জানিয়েছেন, স্থানীয় বাউল সম্প্রদায়ের শিল্পীরা এ বার এই বাসে চেপেই কলকাতা যাবেন বিভিন্ন অনুষ্ঠানে ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Kolkata AC Bus Service : যাত্রা শুরু লাভপুর-কলকাতা শীতাতপ নিয়ন্ত্রিত বাসের, সাধারণ যাত্রীদের সঙ্গে সফর বিধায়কেরও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement