Air Ambulance in Gangasagar: গঙ্গাসাগর মেলায় অসুস্থদের সাহায্য করতে প্রস্তুত হেলিকপ্টার

Last Updated:

এয়ার অ্যাম্বুল্যান্সের সুবিধা পাচ্ছেন পূণ্যার্থীরা। 

গঙ্গাসাগর মেলায় অসুস্থদের সাহায্য করতে প্রস্তুত হেলিকপ্টার
গঙ্গাসাগর মেলায় অসুস্থদের সাহায্য করতে প্রস্তুত হেলিকপ্টার
আবীর ঘোষাল, কলকাতা: গঙ্গাসাগর মেলার শুরুতেই হিরো এয়ার অ্যাম্বুল্যান্স। গঙ্গাসাগরে এক অসুস্থ ব্যক্তির প্রাণ বাঁচল এয়ার অ্যাম্বুল্যান্সের জন্য। পুণ্যার্থীদের যাতায়াত ও জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্যে এবারও রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স। মেলার শুরুতে তার জন্যেই অসুস্থ হয়ে পড়া এক রোগীকে দ্রুত কলকাতায় নিয়ে এসে চিকিৎসা শুরু করা গেল।
মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন চন্দ্রাবতী বর্মা। ৩৭ বছর বয়সী চন্দ্রাবতীর বুকে ও পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করে৷ সাগর মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। কিন্তু যন্ত্রণা না কমায় সিদ্ধান্ত নেওয়া হয় তাকে কলকাতায় স্থানান্তর করা হবে। সেই মোতাবেক ডুমুরজলা থেকে এয়ার অ্যাম্বুল্যান্স যায় সাগর হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে মৃত্যুঞ্জয়কে নিয়ে আসা হয় ডুমুরজলা। এসএসকেএম হাসপাতালে তাকে পাঠানো হয়। সেখানেই তার চিকিৎসা শুরু হয়।
advertisement
advertisement
উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা চন্দ্রাবতী বর্মা। তার শ্বাসকষ্টের সমস্যা আছে। তড়িঘড়ি অসুস্থতা দেখা দেওয়ায় সাগরেই চিকিৎসা শুরু হয়ে যায়। কোভিড পরীক্ষা করানো হয় ৷ সেই রিপোর্ট নেগেটিভ আসে ৷ তার পরেই তড়িঘড়ি তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হয় কলকাতায় ৷ বিগত দু'বছর ধরে গঙ্গাসাগর মেলায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখছে রাজ্য সরকার। বিনা পয়সায় মিলছে সাহায্য। এর পাশাপাশি চালু আছে হেলিকপ্টার পরিষেবা।
advertisement
কোভিড পরিস্থিতিতে মেলা হওয়ার জন্যে অনেক সাবধানী ভূমিকা পালন করতে হচ্ছে প্রশাসনকে। সাগরে যাতায়াত অনেকটাই নির্ভর করে জোয়ার ভাটার ওপরে। ফলে গুরুতর কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ। এই অবস্থায় এয়ার অ্যাম্বুল্যান্স থাকায় সুবিধা হচ্ছে সকলের। আগামী কয়েকদিনে মেলায় গুরুতর কেউ অসুস্থ হলে তাকে কলকাতায় চিকিৎসার জন্যে নিয়ে আসার একমাত্র উপায় এই লাল-হলুদ রঙের এয়ার অ্যাম্বুল্যান্সের ডানা ভরসা। আজ, শুক্রবার সকালে রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে রোগিনী সুস্থ আছেন। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। এয়ার অ্যাম্বুল্যান্স থাকার জন্যে দ্রুত চিকিৎসা শুরু করা গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Air Ambulance in Gangasagar: গঙ্গাসাগর মেলায় অসুস্থদের সাহায্য করতে প্রস্তুত হেলিকপ্টার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement