West Bengal Election 2021: 'মোদির কাছে মুর্শিদাবাদের মানুষ বাংলাদেশি', ভোটের বাংলায় এসে দাবি ওয়েইসির

Last Updated:

শনিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে সভা করলেন তিনি। আর সেই সভা থেকেই তিনি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

#নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনে বাংলার একাধিক কেন্দ্রে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছিল অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলিমিন। মিম-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে যদিও তারপর থেকে আর বাংলায় দেখা যাচ্ছিল না। এই নিয়ে মিমের সমর্থকদের মধ্যেও চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। শেষমেষ ভোটের বাংলায় মুখ দেখা গেল আসাদউদ্দিন ওয়েইসির। তিনি ভোট প্রচারে এলেন মুর্শিদাবাদে। শনিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে সভা করলেন তিনি। আর সেই সভা থেকেই তিনি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
মুর্শিদাবাদের ১৩টি আসনে প্রার্থী দেবে মিম। এমনই জল্পনা ছিল। অনেকে আন্দাজ করেছিলেন, শনিবার প্রচারে এসে ওয়েইসি হয়তো প্রার্থীদের নাম ঘোষণা করে দেবেন। কিন্তু সেরকম কিছুই হল না। সাগরদিঘি হাইস্কুলের মাঠের সভা থেকে তাঁর মুখে স্রেফ মোদি বিরোধিতাযই শোনা গেল। এদিন
মুর্শিদাবাদের জনসভা থেকে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কটাক্ষ করেছেন তিনি। ওয়েইসি বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে বলেছেন, তিনি বাংলাদশের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ আন্দোলনে অংশ নিয়েছিলেন। তার জন্য তাঁকে জেল খাটতে হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সত্যাগ্রহে অংশ নিলে তিনি কেন আমাদের প্রতি এত খারাপ আচরণ করেন! মোদির কাছে তো মুর্শিদাবাদি মানেই বাংলাদেশি। প্রধানমন্ত্রীর কাছে মুসলমান মানেই জিহাদি। আদিবাসীদের নকশাল বলে ডাকেন। বিজেপি সরকার দেশে হিংসার বাতাবরণে তৈরি করেছে। এখন মন্দিরে মুসলমান বালক জল খেতে গেলে মারধর করা হয়। ধর্মনিরপেক্ষ চিন্তা করলে বলা হয় দেশদ্রোহী।
advertisement
advertisement
ভোটের বাংলায় এদিনই প্রথম সভা করলেন ওয়েইসি। এর আগে মেটিয়াব্রুজে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সেই সভা বাতিল হয়। বহুদিন ধরেই মুর্শিদাবাদ জেলায় মিমের নজর রয়েছে। এর আগে রাজ্যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে আলোচনাও সেরেছেন ওয়েইসি। তবে তার পর অবশ্য পরিস্থিতিতে অনেক বদল হয়েছে। আব্বাস নিজের দল গড়ে বাম-কংগ্রেসের সঙ্গে জোট করেছে। মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে লড়াই করতে চেয়েছিল মিম। কিন্তু আপাতত জানা যাচ্ছে, সাগরদিঘি ও জলঙ্গি, এই দু'টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম। অন্য আসন পরে ঘোষণা করা হবে। তা হলে ১৩টি কেন্দ্রের প্রার্থীই দিতে পারল না ওয়েসইসির দল! জল্পনা কিন্তু তেমনই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: 'মোদির কাছে মুর্শিদাবাদের মানুষ বাংলাদেশি', ভোটের বাংলায় এসে দাবি ওয়েইসির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement