Durga Puja 2025: বাঁশ, কাপড়, দড়ি দিয়ে 'স্বপ্নের রাজপ্রাসাদ'! সারাবছরের অপেক্ষা শেষ, পুজোর আগেই 'ওঁদের' মুখে ফুটল হাসি

Last Updated:

Durga Puja 2025: পুজোর সময়টা তাঁদের কাছে শুধু উৎসব নয়, জীবনে যেন লাগে এক নতুন রঙ

+
দুর্গাপুজোর

দুর্গাপুজোর আগে ডেকোরেটরদের ব্যস্ততা তুঙ্গে

পুরুলিয়া, শান্তনু দাসঃ আকাশে মেঘের ভাঁজে যখন ভেসে আসে ঢাকের প্রথম আওয়াজ, তখনই যেন পুজোর আগমনী সুর ছুঁয়ে যায় শহরের প্রতিটি প্রান্ত। সেই সুরে এক অন্যরকম আনন্দ ফুটে ওঠে কিছুজনের মুখে, তাঁরা হলেন ডেকোরেটর। সারা বছর এই ক’টা দিনের জন্য তাঁরা অপেক্ষা করে থাকেন। পুজোর সময়টা তাঁদের কাছে শুধু উৎসব নয়, জীবনে যেন লাগে এক নতুন রঙ। এই সময় তাঁরা সবচেয়ে ব্যস্ত থাকেন। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে এখন ডেকোরেটরদের ব্যস্ততা তুঙ্গে।
ভোরের আলো ফোটার অনেক আগেই শুরু হয় তাঁদের কর্মযজ্ঞ। বাঁশ, কাপড়, দড়ি- সব মিলিয়ে একেকটা মণ্ডপ যেন হয়ে ওঠে তাঁদের হাতে গড়া একেকটি ‘স্বপ্নের বাড়ি’। কেউ বাঁশ কাটছেন, কেউ কাপড় মেপে নিচ্ছেন, কেউ আবার বাঁশে কাপড় বেঁধে ফ্রেম বানাচ্ছেন। শরীর ভিজে যায় ঘামে, কিন্তু ক্লান্তি যেন চৌহদ্দির বাইরে। চোখে শুধু একটাই দৃশ্য, মণ্ডপ দাঁড়াচ্ছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে সেই কাঙ্খিত চূড়া, যেখানে একদিন বসবেন মা দুর্গা।
advertisement
আরও পড়ুনঃ পুজোয় ট্রেন্ডিং মডার্ন তাঁতের শাড়ি! দেখেই ‘ফিদা’ মহিলারা, সস্তায় কিনতে চাইলে চলে আসতে হবে ‘এই’ ঠিকানায়
তাঁদের অবশ্য আক্ষেপ, ‘বর্তমান সময়ে বহু জায়গায় স্থায়ীভাবে দুর্গা মন্দির গড়ে উঠছে। ফলে আগের মত আর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী মণ্ডপের প্রয়োজন পড়ছে না। যার সরাসরি প্রভাব পড়েছে তাঁদের দীর্ঘদিনের ব্যবসায়’। কিছুটা আক্ষেপ হলেও যেটুকু আসে, সেটুকু দিয়েই তাঁরা আঁকেন তাঁদের আনন্দ, রুজির ছবি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজোর ঠিক শেষ দিনে চারিদিকে যখন বিসর্জনের ঢাক বাজছে, তখন ডেকোরেটরদের কাজ শেষ হয়। একে একে শুরু হয় মণ্ডপ ভাঙার কাজ। বাঁশ আর কাপড় দিয়ে গড়ে তুলেছিলেন এক ‘স্বপ্নের রাজপ্রাসাদ’, নিজের হাতেই সেটা তাঁরা ভেঙে ফেলেন। শুধু থেকে যায় স্মৃতি! আর সেই স্মৃতির আলোই হয়ে ওঠে তাঁদের বেঁচে থাকার প্রেরণা, যার ভিতরে বাজতে থাকে আগামী বছরের আগমনী সুরের প্রতীক্ষা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বাঁশ, কাপড়, দড়ি দিয়ে 'স্বপ্নের রাজপ্রাসাদ'! সারাবছরের অপেক্ষা শেষ, পুজোর আগেই 'ওঁদের' মুখে ফুটল হাসি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement